আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ আমার পরিবারে কেউ যাদু বা কবিরাজ এগুলো চর্চা করে না আমার জানা মতে এবং কারো সাথে শত্রুতা সম্পর্ক নেই। আমি একদিন স্বপ্নে দেখি দুটো বড় হলুদ সাপ ।এর মধ্যে একটা আমার গায়ের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে ।পরবর্তীতে আমি খুব বেশি অসুস্থ হয়ে যাই। এরপরে আমি স্বপ্ন দেখি আমাকে রুকাইয়া করতে রাক্বীর কাছে নিয়ে যাওয়া হয়েছে।রুকাইয়াহ চলাকালীন জ্বীনেরা আমাকে ভয় দেখাচ্ছিলো।দ্বিতীয় দিন আমি স্বপ্নে দেখি একটা ভয়ংকর আকৃতির জ্বিন আমাকে ক্ষতি করার চেষ্টা করছে ,জাদুর মত কিছু নিক্ষেপ করছিল আমার দিকে।আমি সূরা বাকারা তিলাওয়াত করছিলাম ।যখন আমি তিলাওয়াত করছিলাম তখন তার জাদু ভেঙে যাচ্ছিল আবার সে যখন জাদু নিক্ষেপ করছিল তখন আমার পড়া আটকে যাচ্ছিল। এরপর তৃতীয় দিন স্বপ্নে দেখি আমাকে একজন রুকাইয়া করতে বলছিল এরপর আমি সূরা নাস ফালাক পড়ছিলাম এরপর আমার উপর শয়তান ভর করে এবং আমি জোর করে পড়ে যাচ্ছিলাম তখন আমার অনেক কষ্ট হতে থাকে কিন্তু আমি অনেক কষ্ট করে শেষ করেছি।
রুকাইয়ার তিলাওয়াত এর রেকর্ডিং শুনলে আমার শরীর কাঁপে,বুক ধড়ফড় করে,শ্বাস বন্ধ হয়ে আসে আর অনেক খারাপ লাগে।
এখন আমি রাক্বীর কাছে না গিয়ে বাসায় কিভাবে রুকাইয়াহ কন্টিনিউ করতে পারি ?এখন আমার করনীয় কি? উল্লেখ্য দুনিয়াবী কিছু সাফল্যের কারণে বদনজরের আশঙ্কা করছি
অনেক চিকিৎসা করেও কোনোভাবে অসুস্থতা ভালো হচ্ছে না।আমি কি একটা ছাগল কুরবানি করে গরিব বাচ্চাদের খাওয়াবো?কি করবো অসুস্থতা থেকে মুক্তির জন্য?