আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার একটা স্কুলের ছেলে ফ্রেন্ড যার সাথেে প্রাইমারি লেভেল পর্যন্ত পড়ি।এরপর সে কোরআন হিফজ করতে অন্য জায়গায় চলে যায়।তার সাথে আমার আর কোন পরিচয় নেই।কোনদিন দেখাও হয় নাই।আলহামদুলিল্লাহ, আমিও এখন হেদায়েত পাওয়ার পর থেকে,পর্দা করি কারো সামনে যাই না।
অনেকদিন আগে স্বপ্নে দেখি যে,ও খুব কষ্ট করে আমার খোঁজ নিয়ে,বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার বাড়ি। এতে আমি খুব অবাক হই।
এই কয়েকদিন আগে আবার ওকে স্বপ্নে দেখি, যে ওদের পরিবার থেকে তার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছেন কিন্তু আমি রাজি হই নাই আমি বলে দিয়েছি যে ওর সাথে বিয়ে দিলে দিতে , না হলে না।
আজ আবার স্বপ্নে দেখি যে ওর সাথেই আমার বিবাহ হয়েছে।
বাস্তবে ওকে নিয়ে আমি এরকম কোন চিন্তা ভাবনা করি নাই। ওর বড় ভাই এখোনো অবিবাহিত।ওর সাথে বাস্তবে আমার বিবাহ হওয়ার মতো ও কোন পরিস্থিতি নাই।
প্রথমে আমি এই বিষয় নিয়ে তেমন কিছু ভাবিও নাই,আমি মনে করছি যে এগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। কিন্তু একই ব্যক্তিকে নিয়ে, একই বিষয় নিয়ে বারবার দেখার কারণে একটু অন্যরকম লাগলো।
আর বর্তমানেও আমার বিবাহের জন্য পাত্র দেখছেন। লাস্ট যে দুইবার স্বপ্নে দেখি ওই সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল এক জায়গায় তবে হয় নাই ।
আমার স্বপ্নের ব্যাখ্যা টা কি হতে পারে? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250509_052914_702.sdocx-->