আসসালামু আলাইকুম
১। আমি যদি মনে মনে ধারনা রাখি যে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলি, পরে আমার স্টুডেন্ট চলে আসবে, বা এশা এর নামাজ তাড়াতাড়ি পড়ে শুয়ে পরি,তাহলে সকালে জেগে থাকতে পারবো,, এইযে বিভিন্ন কারনে যদি নামাজ আগে আগে পড়ে ফেলার চিন্তা করি,এটা কি ঠিক হবে?
২।কথ্যয় কথায় রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলের কথা উঠলো একজন বললো রসুলের ছেলে থাকলে তার নবি হওয়া লাগতো বা এমন কিছু বললো তখন তখন আমি বললাম মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনিই শেষ নবী । এখন এর পর উনার বিশ্বাস কি আমি জানি না, কিন্তু তিনি নামাজ পড়েন রোজা রাখেন, এবং অন্য ইসলামি বিশ্বাস নিয়ে সন্দেহ হয়, উনার জবাই করা পশুর গুশত খাওয়া যাবে? কেমন সন্দেহ থাকলে কারো জবাই করা পশুর গুশত খাওয়া যাবে না? আবার অনেকে আছে আমি মুসলিম হিসেবে জানি কিন্তু তাদের আক্বীদা সম্পর্কে স্পষ্ট জানি না তাদের জবাই করা পশুর গুশত খাওয়া যাবে?
৪ । কিভাবে গোসল করলে সেই গোসল দিয়েই নামাজ পড়া যাবে, ওযুর প্রয়োজন হবে না?