ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের হাত দ্বারা হস্তমৈথুন করা বৈধ কি না? এ সম্পর্কে বলা যায় যে,
আল্লাহ তা'আলা বলেন,
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।(সূরা বাকারা-২৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর শারিরিক অসুবিধে থাকলে, স্বামীর জন্য স্ত্রীর হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন রয়েছে।তবে নিজ হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন সাধারণত নাই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6013
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পেনিট্রেশন চলাকালীন স্ত্রীর জন্য নিজ হাতে ক্লিটোরিস নাড়িয়ে (স্বামীকে সহায়তা স্বরূপ) অর্গাজম পাওয়ার চেষ্টা করা জায়েয কি না? সেটা স্পষ্টত কোথাও পাইনি। তবে মূলনীতি সমুহের আলোকে মনে হচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। স্ত্রী এটা করতে পারবে। হ্যা, উত্তম তো অবশ্যই এটা যে, এসব স্বামীই করবে।
(২) সকল স্বপ্নের ব্যখ্যা জানা কল্যাণকর নয়। তবে করণীয় সম্পর্কে ধারণা নেয়া অবশ্যই উচিত। আপনি ও আপনার পরিবার সকল ফরয সুন্নত আদায় করবে। এবং পাশাপাশি দান সদকাহ করবে। আল্লাহ আপনাদের সহায় হোক।আমীন।