আসসালামু আলাইকুম উস্তায।
আজকে স্বপ্নে দেখি আমি আমাদের বাসায়। আমার রুমে ময়লা ক্লিন করতেছি, পড়ার টেবিলসহ সকল ফার্নিচার গোছাচ্ছি। এমন সময় মা বাসার নিচ থেকে ডেকে বলতেছে, মনুরে মেইন দরজা লাগিয়ে দে আমি আগলা রেখে আসছি। বাহিরের ছেলেরা বাসায় ঢুকতে পারে। আমি দ্রুত দরজা লাগিয়ে দিয়েছি।
এরপর আমি রুমের চেয়ার সরিয়ে অনেকগুলো ময়লা বের করছি। এরমধ্যেই শুনি আমার মা ডাইনিং রুম থেকে বলতেছে, আমার মা জীবিত থাকতে কোনোদিন আমাকে অবহেলা করেনি। এটা বলে আর কান্না করে। আমি দৌড়ে ডাইনিং রুমে যাই, যেয়ে দেখি মা পরে আছে ফ্লোরে পাশে কাথা পরে কাথা সেলাই করে সেটা। উস্টা খেয়ে পরে গেলে যেমন হয় তেমন। তখন আমার ভাবি মায়ের পাশ দিয়েই যাচ্ছে কিন্তু মা ধরে না,তাকায়ই না এদিকে। ভাবির মা ছিল সেও কিচেনে দাড়িয়ে ছিল কিন্তু কেউ ধরতে আসেনি। আমি মা কে জরিয়ে ধরি। মাকে কোলের মধ্যে নিয়ে আমি কান্না করতেছি, আমাকে গালে চুমু দিচ্ছিলাম আর বলছিলাম মা আমাকে ক্ষমা করে দিন তখন মনে হচ্ছিল আমার মা আর বাঁচবেন না। মায়ের সফট গালে চুমু খাচ্ছিলাম সেটা এখনও অনুভব করতেছি। আমার ঘুম ভেঙে যায় ২.১৫ তে, ভয়ে কষ্টে আমার পুরো শরীর কাপছিল। আমি ১.৫৫ এর দিকে রুকাইয়ার তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম।
বি.দ্র: বাস্তবে আমার মা একটা কাথা সেলাই করতেছে সেটাই ছিল, আমার ভাবির মা আমাদের বাসায় বর্তমানে স্বপ্নেও দেখেছি।
এস্বপ্নের ব্যাখ্যা কি হবে উস্তায আমার করণীয় কী?
২. আবার ঘুমিয়ে পরি রাত ৩ টার দিকে। স্বপ্নে দেখি অনেককিছু তেমন কিছুই স্পষ্ট মনে নেই। একটা অংশ মনে আছে সেটি হলো -
আমাদের বাসায় এক পিচ্চি আমাকে দৌড়ানি দিচ্ছে মজা করে। আমিও বিলে যাব তাই ওর থেকে লুকিয়ে যাচ্ছিলাম। আমি আর আমার সাথে আরএকটি মেয়েকে নিয়ে গিয়েছি। আমরা দৌড়ে বিলে যাই। সেখানে আমাদের একটা জমি আছে উপরে অনেক উচু করে চাল দেওয়া। আকাশ কিছুটা মেঘলা। আমি আমাদের জমিতে যেয়ে কলাই বুনছিলাম সম্ভবত। পুরো জমিতেই কলাই বুনে দিচ্ছিলাম।এরপরই ঘুম ভেঙে যায়