আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
উস্তায, আমার বাবা পোস্ট অফিসে সেভিংস সেক্টর বা ব্যাংকিং সেক্টরে কাজ করেন। এখানে সুদ রিলেটেড কাজ থাকে। যেমন সেভিংস একাউন্ট খোলা (সাধারণ সেভিংস একাউন্ট, ফিক্সডিপোজিট, সঞ্চয়পত্র) গ্রাহকদের ডকুমেন্ট যাচাই করা,টাকা জমা, টাকা তোলা, সঞ্চয়পত্র বিক্রি করা, নবায়ন করা, পরিশোধ করা, এ সংক্রান্ত গ্রাহকদের প্রশ্নোত্তর, সুদের হিসাব করা ও প্রদান করা
এখন এখানে উল্লেখ্যকৃত সকল কাজ উনাকে করতে হয় কি-না আমার জানা নেই বা এই সেক্টরে উনার কি কাজ সেটাও জানা নেই। উনার আন্ডারেও অনেকে কাজ করেন। এখন উনার চাকরি, বেতন, বাতা কি সম্পূর্ণ হারাম?