আসসালামু আলাইকুম।
কেউ যদি আল্লহর নাম নিয়ে কসম করে আর সেটা ভাঙ্গে তাহলে কাফফারা দিতে হয়। মনে করেন, ওখানে যাবো না কিন্তু পরে গেলো বা এটা করবো না কিন্তু করলো। এই যে কসম করেছিলো সেটা কয়েকবার ভাঙ্গলো। এখন এই কসম কি বিরাজমান আছে নাকি ভেঙ্গে গেছে? এই যে কয়েকবার গেলো বা করলো বা কসম টা ভাঙ্গলো, এর ফলে কি প্রতিবার কাফফারা দিতে হবে? নাকি একবার দিলেই হবে?