আসসালামু আলাইকুম মুহতারাম
বিতর নামায আদায়ের সময় ৩য় রাকাতে আমি দুআ কুনুত পড়তে ভুলে যাই এবং এরপর ভুলবশত সাহু সিজদাহ না দিয়ে দুই পাশে সালাম ফিরানোর পরে আমার মনে পড়ে যে আমি সাহু সিজদাহ দেইনি । উল্লেখ্য আমি সালাম ফিরানোর পর ডান হাত দিয়ে আমার নাক একটু ধরেছিলাম আর বাম হাত দিয়ে ঘাড় একটু চুলকিয়েছিলাম । এসব করতে বেশি সময় অতিবাহিত হয়নি ।আমি মুখে সলাত শেষের দুআ পড়তে পড়তে আর এসব করার সময় আমার মনে পড়ে যে আমি সাহু সিজদাহ দেইনি । তাই আমি আবার দুইটা সিজদাহ দিয়ে তাশাহুদ, দুরুদ ও দুআ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি ।
এই অবস্থায় কি নামাজ পুনরায় আদায় করতে হবে ?