আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। উস্তাদ, আমার ছোট বোন শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে স্বপ্নে দেখেছে ৪/৫ দিন আগে। একটা রুমে ওর সামনে একজন পুরুষ, ঠিক তার পেছনে একজন নারী, তার পেছনে আর একজন পুরুষ এবং তার পেছনে আরও একজন পুরুষ ছিল। তাদের ডান দিকে রুমের কর্ণারে ছিল শায়খ।
ওর সামনের পুরুষটা ওকে কিছু একটা বলে কিন্তু ও সেটা শুনেনি, ও তাকিয়ে ছিল শায়খের দিকে। শায়খও তখন ওর দিকে তাকিয়ে ছিল। এরপর ওর সামনের পুরুষটা ওর বাম দিকে চলে যায় এরপর ওই মহিলাটা ওর দিকে আসে কিছু বলার জন্য৷ কিন্তু ও না শুনে শায়খের দিকে চলে যায়। শায়খ তখন বাম দিকে তাকিয়ে ছিলেন। ও স্বপ্নের মাঝে বুঝতে পারে যে এটা শায়খ উসামা।
ওর ভাষ্যমতে শায়খের দিকে ওর যাওয়াটা ছিল এমন যেমনটা কোনো ভিডিওতে কোনো কিছুতে ফোকাস করে খুব দ্রুতগতিতে সেই জিনিসটার দিকে যায় ঠিক তেমন। তখনই ওর ঘুম ভেঙে যায়।
নারীটার চুল ছোট ছিল, যেটা ওর কাছে স্বপ্নে খুব অদ্ভুত লেগেছে। পুরুষগুলো শার্ট প্যান্ট পরিহিত ছিল।
যতটুকু ওর মনে আছে তার সবটা বলার চেষ্টা করেছি। এই স্বপ্নের ব্যাখা কী হতে পারে উস্তাদ?