আসসালামু আলাইকুম,
আমি একজন শিক্ষক। প্রতিষ্ঠানে একাডেমির কাজের পাশাপাশি ট্রান্সপোর্ট ডিভিশন আমরা কয়েকজন দেখে থাকি। অতি সম্প্রতি আমাদের এক বাস সাপ্লাইয়ার নানান অনিয়ম করছে। আমরা ডিসিশন নিয়েছি অথরিটিকে বলে সাপ্লাইয়ার চেঞ্জ করে ফেলবো৷
এখন বর্তমানে যে রেটে গাড়ি চলছে, তারচেয়েও কম রেটে আমরা বাসের সাপ্লাইয়ারের খোঁজ পেয়েছি৷ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি ব্যবসা করার সুযোগ নেই৷ আমি যদি অন্য একজনের সাথে ছদ্মবেশে নিজ প্রতিষ্ঠানে কাজের টেন্ডার সাবমিট করি এবং সে টেন্ডার যদি পেয়ে যায়; তাহলে সে ব্যবসা কী আমার জন্য হালাল হবে?
ধরি আমি একজন সাপ্লাইয়ার থেকে প্রতিটি বাস দৈনিক ৫০০০ টাকায় ভাড়া করে, ৫৫০০ সাপ্লাই দিলাম। যদি আমি টেন্ডার পাই। উল্লেখিত সুরতে ব্যবসা জায়েজ হবে কী?