আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
শায়েখ,আমি আমার হায়েজ পরবর্তী পবিত্রতা নিয়ে দ্বীধাদন্দে আছি।আমি জানি সাধারণ হায়েজের সময়সীমা ১০ দিন।আমার ব্লিডিং সাধারণত ৬/৭ দিনের মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে হঠাৎ হঠাৎ হলুদ স্রাব দেখা দেয়।আবার মাঝে মাঝে আমার এমনো হয়েছে যে সকালে সাদা স্রাব দেখেছি আবার দুপুরের দিকে হাল্কা হলুদ স্রাব।আর এই হলুদ স্রাব টা হায়েজের সময়সীমার শেষ হওয়ার পরও দেখা যায়।যেমন ,, আমার এই মাসে এমনটা হয়েছে যে ১০ দিন পার হয়ে যাবার পরও হলুদ স্রাব আবার কিছুক্ষণ পর দেখি সাদা স্রাব। তারপর কিছুদিন কোনো স্রাব ই দেখা যায়নি পরবর্তী ৩/৪ দিন আগে আবার দেখি হলুদ স্রাব।এই অবস্থার কারণে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। আমার হায়েজ এর ডেট হচ্ছে ১৬/১৭ তারিখের দিকে তখন আবার লাল বর্ণের স্রাব হবে এর আগে এরকম হলুদ স্রাব দেখা যাচ্ছে এগুলোকে আমি কি হিসেবে ধরবো বুঝতে পারছি না।যেহেতু দুইটা হায়েজের মধ্যবর্তী পবিত্রতার সময় হচ্ছে ১৫ দিন।