আসসালামু আলাইকুম
আমার গতকালকের প্রশ্ন ছিলো --
আমার রোগ (PCOS) জনিত কারণ এ অনিয়মিত মাসিক হয়। আমার মাসিক- ১ দিন অল্প রক্তের কয়েক ফোটা গেলে, আবার ২/৩ দিন বন্ধ থাকে আবার ৫ম দিনে যেয়ে হয়। আমাকে আগে বলা হয়েছিলো - মাসিক শুরুর পর থেকে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে। তাই গত ৮ এপ্রিল হতে শুরু হওয়া মাসিক এর জন্য আমি ১৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করি ( যদিও মাসিক আরও আগে বন্ধ হয়েছিল, কিন্তু হুটহাট শুরু হওয়ার সমস্যার জন্য অপেক্ষা করি) , ১৯ এপ্রিল দুপুর হতে নামায পড়া শুরু করি। গতকাল, ২ মে আসরের ওযু করতে যেয়ে দেখি আবার রক্তের ফোটা যাচ্ছে। তাই আমি গতকাল আসর হতে নামায বন্ধ রেখেছি। আজও নামায পড়ি নি এখনো ।
আমি এ নিয়ে বিধান জানতে চাচ্ছি, আমি কি নামায পড়বো? নাকি আবার ১০ দিন অপেক্ষা করবো? নাকি আমার নামায ইচ্ছাকৃত কাযা হচ্ছে?
যেটায় আপনার উত্তর ছিলো -এপ্রিল মাসে আপনার হায়েজ আসলে কোন দিন বন্ধ হয়েছিলো?
১৭ এপ্রিলের আগে আপনার হায়েজ বন্ধ হয়ে থাকলে সেক্ষেত্রে ২ মে আসরের ওয়াক্তে যেই ব্লাড দেখেছেন,এটি যদি ন্যূনতম তিন দিন তিন রাত পর্যন্ত অব্যাহত থাকে অথবা ১০ দিনের মধ্যে আবারও ব্লাড আসে, সেক্ষেত্রে আপনি এটিকে হায়েজ হিসেবে ধরবেন।
আর যদি ১৭ ই এপ্রিল বা ১৮ই এপ্রিল আপনার হায়েজ বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে দুই তারিখের এ ব্লাড কোনোভাবে হায়েজ নয়,
এটি ইস্তেহাজা। এমতাবস্থায় নামাজ চালিয়ে যেতে হবে।
কিন্তু আমার এক্ষেত্রে আর একটা কনফিউশান -
তাহলে কি উস্তাযা আমার গত শুক্রবার থেকে নামায ইচ্ছাকৃত কাজা হচ্ছে? আমার আর ১ম দিনের পর এই ২ দিন সারাদিন কোনও রক্ত যায় নি, আমি শুক্রবার থেকে নামায পড়ি নি,
আমি কি নামায শুরু করবো?