আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আমার ৪১ বা ৪২ তম দিন পর্যন্ত নিফাস ছিল। পুরোপুরি রক্ত ছিল না, সাদাস্রাবের মাঝেই খুব হালকা বাদামী ভাব ছিল। আমি ৪০ দিনের পর থেকেই পবিত্র হয়ে নামাজ শুরু করেছি। কিন্তু ৪৮তম দিন থেকে আবার হালকা রক্ত দেখতে পাচ্ছি টকটকে লাল বর্ণের। এর আগে নিফাসের শেষের দিকে রক্তের বর্ণ লাল ছিল না, সাধারণত হায়েজের সময় এমন লাল বর্ণ আসে।
এখন প্রশ্ন হলো
১। নিফাস ও হায়েজের মাঝে কি নূন্যতম ১৫দিন গ্যাপ থাকতেই হয়? আমি ৪১ বা ৪২ দিনে তো নামাজ শুরু করেছিলাম। এখন যেটা হচ্ছে সেটা কি ইস্তিহাযা ধরব নাকি হায়েজ? নিফাসের শেষ অবস্থার চাইতে রঙ কিছুটা ভিন্ন যেহেতু।
২। যদি ইস্তিহাযা হয়ে থাকে, এ অবস্থায় স্বামী সহবাস জায়েজ হবে?