আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
আসসালামুয়ালাইকুম

বিষয়: মেয়েদের চাকরি
আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এডমিনিস্ট্রিটিভ এ চাকরি করছিলাম। চাকরির পরিবেশ ফ্রি মিক্সিং। আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে আমি হেদায়েতের পথে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
এখন আমিতো বুঝতে পারছি যে একজন মেয়ে হিসেবে এই পরিবেশ আমার জন্য হালাল না। কিন্তু আমার বাবা-মা দুজনেই বুঝতে পারছেন না। আলহামদুলিল্লাহ তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, পর্দা মেন্টেন করেন। কিন্তু আমার পরিবার আর বাকি পাঁচটি মুসলিম পরিবারের মতই।
আমি হোস্টেল এ থাকি‌ এবং চাকরির পাশাপাশি মাস্আটার্স করছি। এখন ঢাকায় থেকে চাকরি করলে আমার খরচ আমি নিজেই বহন করতে পারছিলাম।‌তবে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে আমার বাবার সেই সক্ষমতা আছে যে আমার খরচ উনি বহন করতে পারবেন যদি আমি চাকরি ছেড়ে দিই। শরিয়ত মোতাবেক আমি নিজে খুঁজে জানতে পেরেছি যে‌ মেয়েরা চাকরি করতে পারবে -

১. নারীদের সেবা দেওয়ার উদ্দেশ্যে (হালাল পরিবেশ), অর্থ উপার্জনের জন্য নয়।

২. তারপর আসে, পরিবারের আর্থিক সহায়তা প্রদান করতে (হালাল পরিবেশ)।

৩. তারপর আসে, যদি একান্তই জরূরী হয়, তাহলে ফ্রি মিক্সিং এ পর্দা মেন্টেন করে করতে পারবে। (No chit-chatting, segregated desk frame males, no flirting, no eye contact with males)

এখন আমার বাবা-মার কথা, পর্দার সাথে চাকরি করো। বিয়ে হলে তারপর ছেড়ে দিও। কিন্তু আমি ঐ চাকরির পরিবেশ আর কোনোভাবেই গ্রহণ করতে পারছিলাম না‌ যখন জানলাম আল্লাহ আমার জন্য কি নির্দেশ দিয়েছেন (চেষ্টা করছিলাম যাতে chit-chatting, flirting, laughing, eye contact with males না হয়) । তবে আমার কাজের জন্য সেই male colleague দের থেকেই বুঝে নিতে হয়‌ for each and every work with eye contact, যেইটা অসহনীয় হয়ে পরছিল আমার জন্য।

 এখন আমি বিয়ের জন্য অপেক্ষা করে কিভাবে এই চাকরি continue করব। তাহলে তো আল্লাহ সুবহানাল্লাহ তা'আলার নির্দেশ এর সাথে সমঝোতা হয়ে গেল। আসতাগফিরূল্লাহ।
আমি ওনাদের অনেক বুঝিয়েও(1.5 month বুঝিয়েছি) ওনাদের একটাই কথা যে, তোমার পর্দা ঠিক থাকলে তো problem নেই।
[***আল্লাহ সুবহানাল্লাহ তা'আলা সবার আগে মেয়েদের কে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছেন। অর্থ উপার্জন এর দায়িত্ব আল্লাহ পুরুষদের দিয়েছেন। তারপর প্রোয়োজন অনুযায়ী চাকরির নিয়ম গুলো আসে নারীদের জন্যে। ***]

এখন আমি না পেরে চাকরি ছেড়েই দিয়েছি। মাস্টার্স করব হোস্টেল এ থেকে ( 1year লাগবে), ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও আমি মাস্টার্স ছেড়ে বাড়ি যেতে প্রস্তুত , তবে সেটা করলে আমার বাবা আরও অসন্তুষ্ট হবেন। এখন আমার বাবা মা আমার উপরে অসন্তুষ্ট‌ যেহেতু চাকরি ছেড়ে দিয়েছি।

প্রশ্ন: ১. মেয়েদের চাকরির ক্ষেত্রে বিধান কি?

        ২. আমার পরিস্থিতি অনুযায়ী আমার চাকরি হালাল ছিল নাকি না?

       ৩.আমার সিদ্ধান্ত কি অন্যভাবে নেওয়া

 যেত?

    ‌

1 Answer

0 votes
by (647,430 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে। নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/632

ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/212

পর্দা করা ফরয।পর্দার তিনটি স্থর রয়েছে পর্যায়ক্রমে।প্রথম স্থর হল,ঘরে বসে পর্দা করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572

মানবিক প্রয়োজন,যার জন্য বের না হলেই নয়।যেমন মাহরাম না থাকাবস্থায় খাবার দাবার ও পোষাক ইত্যাদি ক্রয় বা চিকিৎসা কিংবা মাহরাম আত্মীয় স্বজনকে দেখা ইত্যাদির জন্য বাহিরে যাওয়া।সুতরাং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়াতে ফরয বিধান পালন হবে।

আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3247

ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম। যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/3503

জরুরত বা হাজত থাকলে নারীরা চাকুরীতে যেতে পারবে, তবে বিলাসিতার জন্য নারীরা চাকুরীতে জয়েন হতে পারবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
(১) চাকুরী ছেড়ে দেয়া অনুচিত হয়নি।  আপনি চাকুরী ছেড়ে দিয়ে নিজেকে পর্দার মধ্যে আবদ্ধ রাখছেন, এটা ভালো ও উত্তম সিদ্ধান্তই গ্রহণ করেছেন।

(২) যদি পর্দাসম্সত ফ্রিমিক্সিং ব্যতিত চাকুরী হয়, তাহলে তো জায়েয। নতুবা জায়েয হবে না। তাছাড়া খোরাকির ব্যবস্থা না থাকলে তখন তো চাকুরী জায়েয, যেকোনো পরিবেশেই হোক না কেন

(৩) আপনি পর্দানসম্মত চাকুরী করতে পারেন। অথবা ফ্রিল্যান্সিং করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...