আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
74 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
edited by
হুজুর,
আমি একটি ভার্সিটিতে পড়ি। এক বছর আগে আমি একজন নওমুসলিমাকে লুকিয়ে বিয়ে করি। এখনো আমি আমার পরিবারকে আমাদের বিয়ের বিষয়ে কিছু জানাইনি।

কিছুদিন ধরে আমি একটি স্বপ্ন দেখে যাচ্ছি—সেখানে কেউ একজন আমাকে আমার পূর্বপরিচিত এক মেয়েকে বিয়ে করতে বলছে। একই স্বপ্ন একাধিকবার দেখার কারণে আমি ইস্তেখারা করি।

ইস্তেখারার দিন ফজরের সময় স্বপ্নে দেখি, আমার ও ওই পূর্বপরিচিত মেয়ের বিয়ে হচ্ছে। এই স্বপ্ন দেখার পর থেকেই আমি ঐ মেয়ের প্রতি দুর্বলতা অনুভব করছি।

তবে আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং সম্মান করি। উল্লেখ্য, আমার স্ত্রী একজন নওমুসলিমা এবং তিনি এখনো তাঁর বাবার বাড়িতেই আছেন। আমাদের বিয়ের ব্যাপারে আমাদের কোনো পরিবারের সদস্যই জানে না। বিয়ের সাক্ষী ছিল আমার বন্ধুরা।

আমি আমার স্ত্রীকে স্বপ্নের বিষয়টি জানালে, আমরা উভয়েই চিন্তিত হয়ে পড়ি। আমার স্ত্রী আপনাদের কাছে প্রশ্ন করতে পরামর্শ দিয়েছেন
এই অবস্থায়—
১। আমার কী করা উচিত?
এটা আমার স্বামীর বয়ান।  আমি কিছু যুক্ত করতে চাই।

যে মেয়ের কথা হইতেছে তার বিষয়ে আমার স্বামী  স্কুলে থাকতে একবার ইফতেখারা করেছে,রেজাল্ট অস্পষ্ট বা নেগেটিভ হয়তো এসেছে তিনি আর আগায় নি।এই বছর ঈদ এর পর পর ঐ বোনটির বিষয়ে আমার স্বামীর এক চাচার সাথে কথা হয়,,যেহেতু আমার স্বামী আর ওই বোন একই গ্রামের,,বোনটি দ্বীনদারিতার জন্য হয়তো মানুষের নজরে এসেছে। তো গত কিছু দিন ধরে,, আমার স্বামী তাকে বিয়ে করতে চায় বলে জানায়,,,আমি ইমোশনালি ভেঙে পরতে থাকি, এখনও ট্রমায় থাকি,,মা বাবা থাকবে কিনা পাশে জানি না,এখন স্বামীর এমন কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নি। এখন একটু শক্ত করেছি নিজেকে, কাল নাকি আমায় স্বামী ইফতেখা করেছে আর ওনি যেমন বলল স্বপ্ন দেখেছে। আমি বলেছি,যেহেতু তুমি আমার কোনো দায়িত্ব নিতে পারছ না,,নওমুসলিমা হওয়ায় স্বাভাবিক আমার মা বাবা কে জানিয়ে  বাড়িতে উঠাতে পারছ না,কোনো হক আদায় হচ্ছে না,,তো ওই বোন কে বিয়ে করলে ইজিলি করতে পারবা,, আর সব হক দিতে পারবা,,এখনে তো বশম্য হবে। যে জানায় যখন দায়িত্ব নিতে পারবে আমার আর ওই বোন এর  তখন ই বিয়ে করবে। মানে আমার স্বামীর ইচ্ছা আছে, স্বপ্ন দেখার পর ইচ্ছা চরও প্রবল হয় তার। আমার পক্ষে সম্ভব না এখন বাড়ি ছাড়া। আমার বাড়ির পরিস্থিতি অনুযয়ি।  আর সমতা বলতে কি শুধু ভরনপোষণ?  কেউ যদি বুঝতে পারে তার স্বামী অপর স্ত্রী কে বেশি ভালোবাসে এতে যে তার কষ্ট হবে, এই বিষয়ের কি হবে?  আর আমার স্বামী এখন কি করবে আর আমি কি করব?

1 Answer

0 votes
by (648,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩) শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই স্বপ্নটা মনের কল্পনা বা শয়তানের পক্ষ থেকে মনে হচ্ছে। কাজেই ঐ ভাইয়ের উচিত নওমুসলিমা বোনের দায়িত্বকে সঠিকভাবে ও যথাযথ পর্যায়ে আঞ্জাম দেয়া।
এবং ঐ পরনারীর ধ্যান খেয়ালকে পরিত্যাগ করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...