হুজুর,
আমি একটি ভার্সিটিতে পড়ি। এক বছর আগে আমি একজন নওমুসলিমাকে লুকিয়ে বিয়ে করি। এখনো আমি আমার পরিবারকে আমাদের বিয়ের বিষয়ে কিছু জানাইনি।
কিছুদিন ধরে আমি একটি স্বপ্ন দেখে যাচ্ছি—সেখানে কেউ একজন আমাকে আমার পূর্বপরিচিত এক মেয়েকে বিয়ে করতে বলছে। একই স্বপ্ন একাধিকবার দেখার কারণে আমি ইস্তেখারা করি।
ইস্তেখারার দিন ফজরের সময় স্বপ্নে দেখি, আমার ও ওই পূর্বপরিচিত মেয়ের বিয়ে হচ্ছে। এই স্বপ্ন দেখার পর থেকেই আমি ঐ মেয়ের প্রতি দুর্বলতা অনুভব করছি।
তবে আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং সম্মান করি। উল্লেখ্য, আমার স্ত্রী একজন নওমুসলিমা এবং তিনি এখনো তাঁর বাবার বাড়িতেই আছেন। আমাদের বিয়ের ব্যাপারে আমাদের কোনো পরিবারের সদস্যই জানে না। বিয়ের সাক্ষী ছিল আমার বন্ধুরা।
আমি আমার স্ত্রীকে স্বপ্নের বিষয়টি জানালে, আমরা উভয়েই চিন্তিত হয়ে পড়ি। আমার স্ত্রী আপনাদের কাছে প্রশ্ন করতে পরামর্শ দিয়েছেন
এই অবস্থায়—
১। আমার কী করা উচিত?
এটা আমার স্বামীর বয়ান। আমি কিছু যুক্ত করতে চাই।
যে মেয়ের কথা হইতেছে তার বিষয়ে আমার স্বামী স্কুলে থাকতে একবার ইফতেখারা করেছে,রেজাল্ট অস্পষ্ট বা নেগেটিভ হয়তো এসেছে তিনি আর আগায় নি।এই বছর ঈদ এর পর পর ঐ বোনটির বিষয়ে আমার স্বামীর এক চাচার সাথে কথা হয়,,যেহেতু আমার স্বামী আর ওই বোন একই গ্রামের,,বোনটি দ্বীনদারিতার জন্য হয়তো মানুষের নজরে এসেছে। তো গত কিছু দিন ধরে,, আমার স্বামী তাকে বিয়ে করতে চায় বলে জানায়,,,আমি ইমোশনালি ভেঙে পরতে থাকি, এখনও ট্রমায় থাকি,,মা বাবা থাকবে কিনা পাশে জানি না,এখন স্বামীর এমন কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নি। এখন একটু শক্ত করেছি নিজেকে, কাল নাকি আমায় স্বামী ইফতেখা করেছে আর ওনি যেমন বলল স্বপ্ন দেখেছে। আমি বলেছি,যেহেতু তুমি আমার কোনো দায়িত্ব নিতে পারছ না,,নওমুসলিমা হওয়ায় স্বাভাবিক আমার মা বাবা কে জানিয়ে বাড়িতে উঠাতে পারছ না,কোনো হক আদায় হচ্ছে না,,তো ওই বোন কে বিয়ে করলে ইজিলি করতে পারবা,, আর সব হক দিতে পারবা,,এখনে তো বশম্য হবে। যে জানায় যখন দায়িত্ব নিতে পারবে আমার আর ওই বোন এর তখন ই বিয়ে করবে। মানে আমার স্বামীর ইচ্ছা আছে, স্বপ্ন দেখার পর ইচ্ছা চরও প্রবল হয় তার। আমার পক্ষে সম্ভব না এখন বাড়ি ছাড়া। আমার বাড়ির পরিস্থিতি অনুযয়ি। আর সমতা বলতে কি শুধু ভরনপোষণ? কেউ যদি বুঝতে পারে তার স্বামী অপর স্ত্রী কে বেশি ভালোবাসে এতে যে তার কষ্ট হবে, এই বিষয়ের কি হবে? আর আমার স্বামী এখন কি করবে আর আমি কি করব?