আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার আগে মাসে ২ বার পিরিয়ড হয়। ৫ দিনে ভালো হয়ে যেতাম। পিরিয়ড এর ১০ দিন এর শেষে আবার মানে ১৫ দিনের মাথায় আবার পিরিয়ড হয়ে যেতাম। আমার পিরিয়ড ২১ দিন ও যেতো না।
এক মাসে দুইবার পিরিয়ড হয়। ২য় বার যখন পিরিয়ড হয় তখন আমি ফরজ গোসল করি। (গোসল করার পরে নামাজ করি তার পরে দেখি রক্ত বের হচ্ছে। তখন আর আমি ফরজ গোসল করি না। এর পরে ভুল বসত সহবাস করে ফেলি। এর পরে আরেকদিন তখন পিরিয়ড এর ডেট ছিল না তখন আমি সহবাস করি। সহবাস করার পরে ব্লাড বের হয় আগে কোন ব্লাড ছিল না। সাদা স্রাব ছিল। সহবাস করার পরে ব্লাড পাই তাই হালকা আমি ভাবছি সহবাস করার ফলে বের হইছে। তখন আমার নতুন বিয়ে। কিন্তু সকলে (দেখি সত্যি পিরিয়ড হয়ে গেছে।
তার কয়েকদিন পরে আমি পিরিয়ড ভালো হয়ে ফরজ গোসল শেষ করে সহবাস করি। এবং আমি গর্ভবতী হই। এখন কি আমার গুনাহ হবে। আগারজন্য আমার বাচ্চার কি কোনো ক্ষতি হবে। আমি না বুঝে করেছি। আমি জানতাম পিরিয়ড ভালো হলে মাসে দুইবার হলে ২য় বারের সময় পেড নিয়ে নামাজ পড়া যায়।
সঠিক উত্তর দিয়ে সাহায্য করুন।