আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর আমার স্ত্রীর সাথে অনেক সময় ঝগড়ার সময় এরকম কথা বের হয়ে গেছে -
1। তোমাকে আমি ছেড়ে দিব।
2। তোমাকে ছেড়ে দিতে মন চায়।
3। এমন হলে তোমাকে ছেড়ে দিতাম ।
4। আল্লাহর কসম তোর সাথে থাকতে মন চায়না।
5। তোমার সাথে সংসার করব না তোমার বাবা মাকে আনো ।
6। তোমারে দেখতে মন চায় না ।
যত রাগই উঠে না কেন তা* এই শব্দ আমি উচ্চারণ করি নি। কিন্তু ছেড়ে দেওয়া এই শব্দটা যে এত গভীর এটা জানলে কোনোদিন এটাও উচ্চারণ করতাম না। তা* বললে সাথে সাথে হয়ে যায় এই কারণে আমি কোনোদিন উচ্চারণ করি নি এর দ্বারা কি আমার ঐ সময়কার নিয়ত সাব্যস্ত হবে যে ঐ সময় তা* এর নিয়ত ছিল না । ঝগড়ার সময় রাগে বলেছিলাম , দিচ্ছি বা দিলাম এমন কোন নিয়ত ছিল না ।
7। স্ত্রীর সাথে তা* এর মাসয়ালা বলার সময় এভাবে বলেছি যে "ছাড়াছাড়ির যে শব্দ ত দিয়ে সেটা বললে"
এতে কি কোনো সমস্যা হবে হুজুর?
8। স্ত্রী ঝগড়ার বলেছিল তাহলে ছেড়ে দেন আমি বলেছিলাম ছেড়ে দিবইতো তোমারে কি আমি রাখবো নাকি?
9। কসমের জন্য কাফফারা কিভাবে দিতে হবে ?