আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
66 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম,

খোলা তালাক নেয়ার সময়-

১.স্ত্রী পক্ষ কোন মোহর মাফ করে নি।সম্পূর্ণ মোহরই নিয়েছে।কিন্ত, তারা বলেছে ইদ্দতকালীন খোরপোষ মাফ করলাম।

২.অপরদিকে স্বামীপক্ষ  স্ত্রীকে 'বিয়ের পর' যে স্বর্ণের গহণা স্ত্রীকে 'উপহার'হিসেবে দিয়েছিলো(মোহর হিসেবে নয়) তা স্ত্রীকে ফেরত দেয় নি।তা অবশ্য খোলা তালাকের বিনিময়ের চিন্তা থেকে নয়, বরং,এ চিন্তা থেকে রেখেছে যে,সংসার যখন স্ত্রী করবে না,তাহলে তাকে দেয়া উপহারও আমরা রেখে দিবো।

অত:পর কাজী সাহেব স্বামী স্ত্রী উভয় থেকে একটি রেজিস্ট্রার এ স্বাক্ষর নেয়,সেখানে লিখা ছিলো- খোলা তালাক কবুল করিলাম।দেনমোহর সহ দেনাপাওনা বুঝে পেলাম।অত:পর স্বামী-স্ত্রী উভয়ের কাছে খোলা তালাকের নোটিশটি পাঠিয়ে দেয়

আমার প্রশ্ন হলো:

১)উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে খোলা তালাক কি পতিত হয়েছে?

২)আরেকটি প্রশ্ন(ভিন্ন টপিক): ১ তালাকে বায়েন এর পর কি খোলা তালাক পতিত হয়?

1 Answer

0 votes
by (653,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
খুলা তালাক বিশুদ্ধ হওয়ার জন্য মালের বিনিময়ে হওয়া শর্ত নয়। বরং মাল ব্যতিতও খুলা তালাক গ্রহণযোগ্য হবে। খুলা তালাকের জন্য শর্ত হল, স্বামী স্ত্রী উভয়ের সন্তুষ্টি থাকা। 
لما في الفتاوي الهندية:
"و لو قال: اخلعي نفسك، فقالت: خلعت نفسي منك و أجاز الزوج جاز بغير مال."(كتاب الطلاق،الباب الثامن،الفصل الأول في شرائط الخلع وحكمه وما يتعلق به،ج:1،ص:491،ط:رشيديه)

والصّريح يلحق الصّريح والبائن والبائن يلحق الصّريح لا البائن إلّا إذا كان معلّقًا
সরিহ (রেজয়ী) তালাক এবং বায়েন তালাকের পর আবার সরিহ (রেজয়ী) তালাক পতিত হয়। তবে বায়েন তালাকের পর আর কোনো বায়েন তালাক পতিত হয় না, হ্যা, সরিহ তালাক পতিত হয়। কিন্তু বায়েন তালাকের পর শর্তযুক্ত বায়েন তালাক পতিত হয়। (কানযুয দাক্বাইক-১/২৭৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/48903

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে খোলা তালাক পতিত হয়েছে।
(২) ১ তালাকে বায়েন এর পর খোলা তালাক পতিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...