আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।
১) কুফরে আকবার ও কুফরে আসগার কিভাবে নির্ধারিত হয়? মানে কোরআন ও হাদীসে এ সম্পর্কে লেখা আছে যে এটিই কুফরে আকবার বা কুফরে আসগার। বা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যপারে কি বলে গিয়েছিলেন?
২) একটি বইয়ে লেখা আছে কুফরে আসগার দ্বারা সে সমস্ত কবিরা গুনাহকে বোঝানো হয় যেগুলোকে কুরআন ও সুন্নাহতে কুফর বলা হয়েছে। এই প্রকারের কুফর মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে না। যেমন এক মুসলিম অপর মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। এখন কুরআন ও সুন্নাহতে যা কুফর বলা হয়েছে তাও যদি বড় কুফর না হয় তবে বড় কুফর কিভাবে নির্ধারিত হয়।
৩) আমাকে একজন বলেছেন বৃদ্ধ মহিলাদের পর্দা করতে হয় না। তিনির বয়স ৮০+। এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বললে উপকৃত হতাম।
৪) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বৃদ্ধ অবস্থায় পর্দা ও মাহরাম ও গায়রে মাহরাম মানার ব্যাপারে কি রককম ছিলেন?
জাযাকাল্লাহু খাইরান