আসসালামু আলাইকুম
স্বামী যদি স্ত্রীকে কুরআনের ক্লাস নেওয়ার জন্য কোনো ডিভাইস কিনে দেয়। মাঝে মাঝে স্বামীও ইউজ করবে নিজের কাজে তবে মূলত স্ত্রীর জন্যই নেওয়া। এখন শ্বশুরবাড়িতে এটা নিয়ে মনোমালিন্যের আশংকা থাকলে কি স্ত্রী ডিভাইসটা নিজের জন্য নেওয়া হয়েছে না বলে যদি বলে যে, এটা স্বামীর তবে মাঝে মাঝে স্ত্রীও ইউজ করবে -- এরকম বললে কি গুনাহ হবে?