আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in সালাত(Prayer) by (4 points)
আসসালামু আলাইকুম মুহতারাম।

আমরা জানি যে নামাজের মধ্যে বায়ু নির্গত হলে পুনরায় নামাজ আদায় করতে হয়। এক্ষেত্রে কারো যদি ফরজের পরের সুন্নাত বা নফল নামাজ আদায় করার সময় বায়ু নির্গত হয় এবং পুনরায় অজু করে সেই সুন্নত বা নফল নামাজ আদায় না করে, তাহলে সে কি গুনাহগার সাব্যস্ত হবে?

1 Answer

0 votes
by (643,650 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ،
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ পবিত্রতা ছাড়া নামায গ্রহণযোগ্য হয় না। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৭২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং- ১, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৯, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৩৬৬}

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
 নামাজের মধ্যে বায়ু নির্গত হলে পুনরায় ঐ নামাজকে আদায় করতে হবে। কারো যদি ফরয নামায পরবর্তী  সুন্নাত বা নফল নামাজ আদায় করার সময় বায়ু নির্গত হয় এবং পুনরায় অজু করে সেই সুন্নত বা নফল নামাজ আদায় না করে, তাহলে সে অবশ্যই গুনাহগার সাব্যস্ত হবে। যদি সে শরীয়তের বিধানকে অস্বীকার বা তুচ্ছ করার নিয়তে বিনা অজুতে নামায পড়ে নেয়, তাহলে সে কাফির হয়ে যাবে।

لما في الظھیریة- ظھر أن تعمد الصلاة بلا طھر غیر مکفر کصلاتہ لغیر القبلة أو مع ثوب نجس، وھو ظاھر المذھب کما في الخانیة، وفي سیر الوھبانیة: وفي کفر من صلی بغیر طھارة مع العمد خلف في الروایات یسطر (الدر المختار مع رد المحتار، کتاب الطھارة، ۱۸۵، ۱۸۶، ط: مکتبة زکریا دیوبند)۔

قولہ: ”کما في الخانیة“: حیث قال بعد ذکرہ الخلاف في مسألة الصلاة بلا طھارة: وإن الإکفار روایة النوادر، وفي ظاھر الروایة: لا یکون کفراً، وإنما اختلفوا إذا صلی لا علی وجہ الاستخفاف بالدین، فإن کان علی وجہ الاستخفاف ینبغي أن یکون کفراً عند الکل اھ، أقول: وھذا مأید لما بحثہ في الحلبة لکن بعد اعتبار کونہ مستخفاً ومستھیناً بالدین کما علمت من کلام الخانیة، وھو بمعنی الاستھزاء والسخریة بہ، أما لو کان بمعنی عد ذلک الفعل خفیفاً وھنیئاً من غیر استھزاء و لاسخریة؛ بل لمجرد الکسل أو الجھل فینبغي أن لا یکون کفراً عند الکل (رد المحتار)۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...