আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।
প্রশ্ন : আমি স্বপ্নে নিজেকে একটা ভীষণ সুন্দর ফুলের বাগানে ঘুরতে দেখলাম। সেখানে খুবই সুন্দর ফুল ছিল, যা আমি বাস্তবে কখনো দেখিনি। ফুলের বাগানটা হৃদয়কাড়া সৌন্দর্যে ভরপুর ছিল। আমি দেখলাম, সেই বাগানে আমি একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। স্বপ্নে সেই ছেলেটা আমার হাজব্যান্ড এর ভূমিকায় ছিল। কিন্তু আমি অবিবাহিত এবং কারো সাথে কোনো হারাম সম্পর্কেও জড়িত নেই আলহামদুলিল্লাহ। স্বপ্নটা ভীষণ প্রশান্তিদায়ক মনে হয়েছে, যার রেশ কাটতে না। এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
উল্লেখ্য: স্বপ্নে আমি ছেলেটার মুখ দেখেছি, যাকে আমি বাস্তবে দেখেছি এবং তার সম্পর্কে সুধারণা পোষণ করি এবং দ্বীনদার ছেলে হিসেবেই জানি।
কিন্তু ছেলের সাথে আমার কোনো পরিচিতি নেই। এমনকি সেই কখনো আমাকে দেখেও নি হয়তো।