আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ উস্তাদ
১/শাওনের ছয় রোজা অথবা রমজানের ভাঙতি কাজা রোজা কি শুক্রবার বা শনিবার আলাদাভাবে বা উভয় দিন একত্রে করা যাবে? যেহেতু সময় বেশি নেই|
২/ এই রমাদানে আগের রমাদান আমি এতেকাফে বসে ছিলাম কিন্তু হায়েজের কারণে ইতিকাফ ভঙ্গ হয় । এই রমাদানে সেটা কাজা আদায় করার ইচ্ছে ছিল। কিন্তু আম্মা অসুস্থ হওয়ায় এবং পরিবারের কাজ ও বয়স্কদের দেখাশোনা করার জন্য আমার পক্ষে ইতিকাফে বসা সম্ভব হয়নি। আমার মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো সহসা সম্ভব নাও হতে পারে। কারণ, বাসায় কাজকর্ম এবং বয়স্কদের দেখাশোনা আমাকে আপাতত করতে হবে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে করণীয় কি? এই কাজ ইতিকাফ পালন না করার ধরন কি আমি গুনাহগার হবো?
জাযাকুমুল্লাহু খাইরান