আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে,অবিবাহিত। আজকে ফজর পড়ে ঘুমানোর পর স্বপ্ন দেখি ঈদের দিন(রোজার ঈদ)।আমি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের থ্রিপিস পড়ে, গুছিয়ে নামাজ পড়তে বের হয়েছি,আমার মা আসতে দেরি করছিলো বা কিছু, আমি তাকে কিছু একটা বলি। আমি বের হয়ে একটা রিকশা নিতে নেই,এই পর্যন্তই।নামাজে যাওয়ারর আগেও সম্ভবত কিছু দেখেছিলাম ওগুলো মনে নেই।স্বপ্নে খুশিখুশি ছিলাম। আমি এভাবে থ্রিপিস পরে,সেজেগুজে বাইরে যাইনা।মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে। এর ব্যাখ্যা কি? উল্লেখ্য আমি ইস্তিখারার দুয়াটা পড়ে ঘুমাই।আমার পক্ষ থেকে একজনকে প্রস্তাব দেয়া হয়েছে।সেখান থেকে কোনো রেস্পন্স আসেনি।তারা আগাবেনা এটাই ধরে নিয়েছি।তবুও ইস্তিখারার দুয়াটা পড়ে ঘুমাই।