https://ifatwa.info/117553/,প্রশ্ন,হুজুর আমি তো আমার দুলাভাই এর অফিসে জব করি তো আগে এইভাবে যতই অনুপস্থিত হয়েছি বা হয়েছে ওনি তো চাইলে আমাকে বেতন কিছু কম দিতে পারতেন যেই দিন যেই দিন আমি অফিসে অনুপস্থিত ছিলাম বা অফিসে আসি নাই কিন্তু আমাকে পুরা বেতনি দিয়েছেন এমন কোন condition বলে নাই যে অফিসে না আসলে বা অনুপস্থিত হলে টাকা কেটে নিবো মনে করেন বলসে তাও আমাকে পুরো টাকায় তো দিয়েছে যেহেতু আমার দুলাভাই আমার আত্নীয় তাই হয়ত আর যদি আদো এমন কিছু বলে থাকে কিন্ত আমার এখন মনে আস্তাছে না তাই আমি নিশ্চিত ভাবে এমন কিছু বলছে কিনা বলতে পারতাছিনা বা বলা কিছুটা tough কিন্ত বস এর তো মনে থাকবে যদি এমন কোন কিছু বলে থাকেন বা নিয়ম করে থাকেন সে ক্ষেত্রে তো ওনি কম টাকা ওই দিন গুলার দিতে পারবেন বা ওই অনুপস্থিত দিন গুলার বেতন কেটে নিতে পারবেন। এবং হয়ত অন্য কোন প্রতিষ্ঠান বা অফিসে টাকা কেটে নিতো এইভাবে বা যেইকারনেই অনুপস্থিত হওয়ায় কিন্ত আমি আগে যত বার এমন অনুপস্থিত ছিলাম মিথ্যা কথা বলে ওনি তো আর জানতে বা বুজতেন না যে মিথ্যা বলে আমি অনুপস্থিত ওনি মানে আমার দুলাভাই হয়ত কখনো জানতেন বা বুজতেন আসলেই এমন কারন যেইটা তখন বলতাম মিথ্যা অযুহাত দিয়ে তাই তো আমাকে বেতন পুরো টায় দিতো এবং বেতন থেকে কোন টাকা ও কাটতো না। তো এইভাবে মিথ্যা বলে অফিসে অনুপস্থিত হওয়া এবং মিথ্যা কথা বলে যদি আগে আগে বাসায় আসি অফিস থেকে এইসব আমি বুজি ও জানি যে গুনাহ কিন্তু আমার এই ক্ষেত্রে বেতন এর টাকা নেওয়া কি জায়েজি আছে?
যদি হুজুর বেতন কম দেওয়া বা আমার অনুপস্থিত এর জন্য বেতন কেটে নেওয়া এইটা ওনি করতে পারতেন কিন্ত এমন তো করেন নাই।
// আরো ওস্তাদ আগে যেহেতু অনেক সময় অফিসে আমি মিথ্যা বলে অনুপস্থিত ছিলাম তো আমার যদি বেতন উপরের প্রশ্নের জবাবে আপনি উত্তর দিলেন যে জায়েজ আছে এমতাবস্থায় আমি মনের শান্তির জন্য যদি কিছু টাকা সদকাহ করি কেমন টাকা সদকাহ করতে হবে?
কারন অফিস এ অনুপস্থিত হলে যে এত টাকা কাটবে অফিস থেকে এইরকম কিছু কখনো আমার সাথে হয় না যে মনে করেন যদি কোন employee ১ দিন অফিসে না আসে তার কিছুটাকা কাটা হবে যেমন:৫০০ টাকা হবে এমন কিছুই কখনো হয় নাই আমার সাথে অফিসে যদি মিথ্যা কথা বলে হোক বা সত্যি কথা বলেই হোক যখনি আমি অনুপস্থিত ছিলাম বা আগে আগে অফিস টাইম ছুটির আগে বা অফিস টাইম শেষ হওয়ার আগে বাসায় back করছি তার জন্য কখনো এইসব এ টাকা কেটে নেয় নাই এবং যদি আমার টাকার প্রয়োজন হয় তাহলে অগ্রিম কিছু টাকা নি পরের মাসের বেতন থেকে সেইটা হয়ত পরের মাস এর বেতন যখন দিবে তখন কেটে নেয় বা নিবে এমন হয়েছে ঠিকি কম হোক বা বেশি। আর আমার বেতন জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ছিলো ৮০০০টাকা এর পরে ফেব্রুয়ারি থেকে হবে হয়ত ১০০০০টাকা করে দেই বেতন। অফিস এর বাকিদের ও বেতন বাড়ায়ছে।
জবাব টা তাড়াতাড়ি দিলে চিন্তা কমবে এই নিয়ে আশা করি।