মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন :
১. আমার বাবা গত ১২ তারিখ ইন্তেকাল করেছেন। যে কোনো সময় বাবার জন্য যদি দুয়া করতে চাই নামাযের বাইরে অজু যদি না থাকে অথবা কাপড় পাক না থাকে কোন কারনে তাহলে কি ' ইয়া আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন আমার বাবার কবরের আযাব মাফ করে দিন তাকে বেহেশত নসিব করুন' আমীন। এমন দুয়া কি যে কোন সময় যে কোন অবস্থায় করা যাবে?
২. কোন কিছু দান করার সময় নিয়ত কিভাবে করতে হয় যেমন আমি ১০০ টাকা দান করলাম অন্তরে যদি নিয়ত থাকে অরধেক আমার তরফ থেকে আর বাকি অরধেক মরহুম বাবার তরফ থেকে এভাবে দান করা জায় নাকি পুরাটা একজনের নামেই করতে হয়?