السلام عليكم و رحمة الله و بركاته
সম্মানিত উস্তায আমি আজকে স্বপ্নে দেখি-
১. আমি আমাদের বাসায় হাটতেছি ড্রইং রুমে এমন সময় হলুদ কালারের খুব সুন্দর একটি পাখি আসছে কোথা থেকে যেন। পাখিটি দেখে আমি এত্তো খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। পাখিটি ছিল হলুদ কালার, ঠোট দুটি লাল, গলার দিকটা হালকা ডিফরেন্ট বা গাড় কালার।চমৎকার ছিল দেখত । পাখিটিকে ধরে আমি অনেক আদর দিচ্ছিলাম এবং আমার কাঁধে বসিয়ে দিয়েছি পাখিটিও খুব সুন্দর ভাবে বসে ছিল। একটু পরে ভাবি এই নতুন টিয়া পাখিটিকে ভাবিকে দেখাবো তখনই আমার কাঁধ থেকে নেমে যায়। আমি পাখিটিকে ধরতে যাব তখনই মনে পরে ও তো বাসায়ই থাকবে,এখন সোফার পিছনে লুকিয়েছে। এরপরই ঘুৃম ভেঙে যায়
২.এরপর দেখি আমি পরীক্ষা দিতে তে যাব ভার্সিটিতে। রেডি হওয়ার আগে দেখি আমার ভার্সিটির ৫-৭ জন ক্লাসমেটস আসছে আমাদের বাসায়। তারা গেস্ট রুম বসে আছে কিন্তু আমি কথা বলি না ওদের আচরণে খুব কষ্ট পেয়েছি তাই।একটু পরে আবার বলি থাক বাসায় আসছে, ওরা কথা বলি। ময়ত আল্লহ কী বলবে? এরপর বোরকা পরে সামনে যাই। কথা বলি কেমন আছে জিঙ্গেস করি। এরপর দেখি একজনের ভীষণ মন খারাপ, গেস্টরুমের বেড এ শুয়ে আছে। আমি দেখে কথা বলি নি বরং রাগান্বিত হয়ে মনে মনে বলছিলাম এখন মন খারাপ কেন? তোর জন্য আমার কতো সময় কতো মূল্যবান কিছু নষ্ট হয়েছে ধারণা আছে তোর? এখন মন খারাপ করে আছিস ক্যান, এভাবে মনে মনে বকতে বকতে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি ভার্সিটির উদ্দেশ্যে। এরপরই ঘুম ভেঙে যায়।
৩. স্বপ্নে দেখি ভাট্সিটিতে একটু প্রতিযোগিতা হচ্ছে। সেখানে নাৃ দিয়েছি এরপর পরীক্ষা দেওয়ার পরে খুব দামি গিফট পাই। বলা হয়েছিল প্রথম ১০ জনকে নিবে। ভাগ্যক্রমে আমি ১০ জনের মধ্যের একজন।
যখন প্রাইচ দেওয়া হবে তখন আমার বাসার সবাই গিয়েছে, মা বাবা,ভাইয়া কাজিনরা সবাই। তারা এক রুমে বসেছে সেখানে আমার কাজিন বিয়ের প্রস্তাব রাখে আমার আব্বার কাছে। তখন আমার ভাইয়া বলে এসব আলোচনা বাসায় হবে এখানে না। এরপর আমরা বাসায় চলে আসি তখনই ঘুম ভেঙে যায়।
আরও দেখেছি মনে নেই। এ স্বপ্নের ব্যাখ্যা কী উস্তায?
جزاك الله خيرا في الدنيا والأخرة