আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আমার নরমাল হায়েজ অনিয়নিত হয়। গত কয়েক মাস ধরে ৩৫-৪০ পর পর হতো ১২-২০ দিন স্থায়ী ছিল। ১ম ৫ দিন মেটে, হলুদ লালচে ব্লিডিং হতো, আর লাস্টে বেশি ব্লিডিং হতো আমি প্রথম ১০ দিন হায়েজ ধরতাম। কিন্তু এই মাসে আমার গত মাসের সময়ের থেকে ১০ দিন আগে অর্থাৎ পবিত্র হওয়ার ২০ দিন পরে ১ম দিন হালকা ব্লিডিং হয়ে পরের ৪ দিন হালকা হলুদ ব্লিডিং হয়ে পবিত্র হয়েছিলাম। এটাকেই আমি হায়েজ ধরে নিয়ে ছিলাম। কিন্তু ১০ দিন পরে আজ থেকে রেড ব্লিডিং হচ্ছে। আমরা তো জানি এক হায়েজ থেকে অন্য হায়েজেট মধ্যবর্তি সময় পবিত্র হওয়ার ১৫ দিন। তাহলে আমি এমন পরিস্থিতি গুলোতে কিভাবে হায়েজ ও ইস্তিহাজা নির্নয় করবো।