আমি ২০২২ সালে পড়াশোনার জন্য দেশের বাহিরে যেতে চেয়েছিলাম কিন্তু আর্থিক সমস্যার কারণে যেতে পারিনি। আমার বড় ভাইকে বাহিরের দেশে যাওয়ার কথা বললে উনি আমাকে বলেছিলেন যে আমার জন্য উনার নিজের পরিবার আর ছেলেমেয়েদের জীবন নষ্ট করতে পারবেনা। এই কথাটা আমায় একটু কষ্ট দিচ্ছে কারণ একই মায়ের পেটের ভাই থেকে এরকম কথা শোনা কেউ কখনো আশা করেনা। এখন আমার কথা হলো আমি আমার আত্মমর্যাদার কারণে উনার কাছ থেকে আমি কোনোদিন কোনো কিছুর সহায়তা নিবো না, এটা কি আমার জন্য জায়েজ হবে? কিন্তু উনার প্রতি আমার বিন্দুমাত্র হিংসা,বিদ্বেষ বা উনার ক্ষতি করা আর বদলা নেওয়ার কোনো মানসিকতা আমার নাই, ওয়াল্লাহি।