নানু সারাক্ষণ নিজের প্রশংসা করে আর অন্যদের বদনাম করে সে কন্টিনিউয়াসলি বাবার কাছে আসে এবং বাবাকে মায়ের side এর অন্যান্য আত্মীয়দের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করায় এমনকি সে নানার নামেও গীবত করে মামার নামেও করে আমার নানির সাথে কারোরই ভালো সম্পর্ক নেই (তীব্র খারাপ নানাভাই নানা আপু আলাদা রান্না করে খায়) শুধুমাত্র আমার বাবা ছাড়া। বাবা এমনি introvert টাইপের মানুষ কারো সাথে মিশেনা ফলে কে কেমন তা সে বুঝতে পারে না শুধুমাত্র নানীর কথা বিশ্বাস করে সংসারে অশান্তি করে আমার মায়ের সাথে প্রতিনিয়ত তার ঝগড়া লাগে। মা খুব সহ্য করে। পাঁচ বছর ধরে একই অবস্থা। বাবা খুবই সহজ সরল টাইপের মানুষ এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সংসারে কথা না বললেই হয় কিন্তু নানি এমন সমস্ত কথা বলেযায় পরে মাকে এসব ব্যাপার নিয়েই খোঁচাতে থাকে আমাদেরকে নাকি আমাদের নানাভাই নষ্ট করে ফেলেছে আরো অনেক আজেবাজে কথা। মা নানুর পা ধরে বলে এসেছে আমার সংসারে আগুন লাগাবেন না। এখন আমার নানী তার বোনদের কথা বলছে তার বোনরা ভালো না( আসলে আমি খুব সংক্ষিপ্ত করে কথা বলছি বিষয়টা খুবই গুরুতর পর্যায়ে চলে গিয়েছে ) আমার বাবা আমার মায়ের সাইডের কোনো আত্মীয়দের দেখতে পারে না। বাবার সাথে একসময় সবার খুব ভালো সম্পর্ক ছিল সবাই বাবাকে এখনো খুব ভালোবাসে কিন্তু নানুর এসব কথার কারণে বাবা উনাদের সাথে খারাপ ব্যবহার করে এখন বাবাকে সবাই অপছন্দ করা শুরু করেছে। আমি কি নানুর বোনদের বলতে পারব যে নানু এসে বাবার কাছে বানিয়ে বানিয়ে বলে যে তার বোনেরা খারাপ এজন্য বাবা নানুর বোনদের সাথে খারাপ ব্যবহার করেছে। এটা বললে কি গীবত হয়ে যাবে? (নানুর সম্পর্কে আসলে কেউ ভালো ধারণা পোষণ করে না) এখন বাবার ইমেজ সবার কাছে খারাপ করে ফেলছে তাই বলতে চাচ্ছি।