আসসালামু আলাইকুম।
আমার হরমোনাল সমস্যার কারণে পিরিয়ড কিছুটা ইরেগুলার। কয়েকমাস পর হায়েয হয়েছে এবং ৪ দিন পর সুস্থ হলে আমি রোযা রাখি এবং নফল নামাযও পড়ি। এরপর আবার ৮ম দিন থেকে হায়েয কন্টিনিউ হয়। ১০দিন পর আবার নামায কন্টিনিউ করি। কিন্তু এর ১/২ দিন পর আবার ইউরিনের সাথে ব্লাডক্লট যায় সামান্য, কেবল একবার। এছাড়া আর কিছুই ছিলো না।
১. এখন ৮ম দিন থেকে যে আবার ব্লাড গিয়েছিলো সামান্য যেটাকে আমি হায়েয ধরেছি সেটাকে কি হায়েয ধরে নিবো নাকি ইস্তিহাযা? কারণ ঐ যে ১০ দিন পার হওয়ার পরেও একবার জমাট রক্তের মতো গিয়েছে।
২. ৪ দিন পর সুস্থ হওয়ার পর আমি যে নফল রোযা রেখেছি, নফল নামায পড়েছি সেগুলো কি আবার কাযা আদায় করতে হবে?
[কয়েকমাস আগে লাস্ট যখন হায়েজ হয়েছিলো তখন ৭ম দিনই সুস্থ হয়েছিলাম।]