আমি অবিবাহিত এবং বেকার। আমার কাছে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আছে যেটা আমি বিয়ের খরচ এবং উমরাহ এর নিয়তে এবং আমার হাতখরচের জন্য টাকা রেখেছি। আমার আম্মু নিজের জন্য এবং আমার জন্য পৌনে ৩ ভরি সোনার গয়না বানিয়েছে।আমার উপর কি যাকাত ফরয হয়েছে?আর ফরয হলে এই গয়নার উপরেও কি আমার যাকাত দিতে হবে?নাকি শুধু অর্থের জন্য যাকাত দিতে হবে?