আসসালামু আলাইকুম, আমার গত প্রশ্নের উত্তরটি বুঝতে পারিনি ঠিক করে।
https://ifatwa.info/117468/?show=117471#a117471
এটার মানে কি এমতাবস্থায় তাদের জুমার নামাজ না পড়লেও চলবে বিষয়টা কি এমন? আফওয়ান আমি বুঝতে পারছিনা। নাকি তারা ৪/৫ জন মিলেও জুমার নামাজের জামাত করতে পারবে? কিন্তু তারা তো অফিসের একটা রুমে নামাজ পড়ে। এখানে জুমার জামাত হলে কি তা শুদ্ধ হবে? আর জুমার নামাজের জন্য তো খুতবা শর্ত। সেক্ষেত্রে খুতবা তথা তালিমের মতো করে একজন বয়ান করবেন আর বাকিরা শুনবেন বিষয়টা এমন না? আর খুতবা কতক্ষণের হতে হবে এমন কোনো শর্ত আছে? নাকি ৫ মিনিট হোক বা ৫ ঘণ্টা এটা কোনো সমস্যা না?