১।রোজা অবস্থায় গোসলের সময় মুখে পানি প্রবেশ করল কিছুটা।সাথে সাথে না ফেলে ভাবলাম পরে গোসল শেষে একবারে থুথু ফেলবে। এভাবে পানি মিশ্রিত লালা মুখে দীর্ঘক্ষ্ণ থাকলে কি রোজার সমস্যা হবে?
যদি ঠিক শিউর না থাকে,তবে সন্দেহ হয় যে যে এরপর লালা মিশ্রিত পানি থুথু দিয়ে ফেলার আগেই কিছুটা গিলে ফেলেছিল কিনা তাহলে কি রোজা ভেঙে যাবে?
২।দাঁতের সমস্যার কারণে সকাল বেলা সাধারণত প্রায় দিন মুখে রক্ত থাকে।একদিন রোজা অবস্থায় ঘুম থেকে উঠার সাথে সাথেই যদি থুথু ফেলতে মনে না থাকে এবং মনের ভুলে থুথু গিলে ফেলে তাহলে কি রোজা ভেঙে যাবে?উল্লেখ্য ওই দিন কি সত্যিই মুখে রক্ত ছিল কিনা ১০০% নিশ্চিত না