আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর আচরণ প্রায়ই এতটা কঠোর হৃদয় হয়ে যায় যে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে। তার পক্ষ থেকে অসম্মান জনক ব্যবহার পাওয়ার পর কোনো রকম মানসিক সাপোর্ট ও পাই না।
আমি অনেক চেষ্টা করি ধৈর্য ধরতে, ইসলামি আদর্শ অনুযায়ী চলতে। কিন্তু মাঝে মাঝে এমন মানসিক কষ্ট হয় যে মনে হয় দম বন্ধ হয়ে আসছে, কাঁদতে থাকি, ঘুম হয় না, খাওয়া হয় না — মানসিকরোগীর মত হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাবো লাগে মাঝে মাঝে। তখন আমিও রিপ্লাইয়ে খারাপ আচরণ করে ফেলি,আমিও অসম্মান জনক কথা বলে ফেলি। যার জন্য ও আবার মানসিক কষ্ট পাই যে কেনো আরো ধৈর্য ধরতে পারলাম না।
.
আমি এমন অবস্থায় আমার মা-বাবার সাথে বা কোনো কাছের মানুষের সাথে একটু কষ্টের কথা শেয়ার করতে চাই। কিন্তু আবার ভয় হয়, এটা কি গীবত হয়ে যাবে?
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার অবস্থা এমন হয়ে যায় যে কাউকে না বললে নিজের মধ্যে পুষে রাখতে আর পারছি না নিজের মানসিক অবস্থার জন্য।
.
প্রশ্ন হলো:
১. এ অবস্থায় মা-বাবার সাথে কষ্ট শেয়ার করলে সেটা কি গীবত হবে?
২. ইসলামে এই পরিস্থিতিতে আমার কী করণীয় বলে?
৩. আমি কি এ অবস্থায় ইসলাম অনুযায়ী আলাদা থাকার বা মানসিক সাহায্য নেওয়ার অনুমতি পাব?
.
আশা করি, আল্লাহর হুকুম ও রাসূল (সাঃ)-এর সুন্নাহ অনুযায়ী আপনি সঠিক দিকনির্দেশনা দিবেন।
.
জাযাকাল্লাহু খাইরান।