আসসালামু আলাইকুম। আমার কাছে ৫ লক্ষ টাকা আছে. কিন্তু আমার পূর্বের ঋণ আছে প্রায় ৬ লক্ষ টাকার মতো, সেই সাথে আগে সুদ দিয়ে আমরা পরিবার পরিচালনা করতাম , যেগুলোও সওয়াবের নিয়ত ছাড়া পরিশোধ করা প্রয়োজন ও বিগত ১৫ বছরের যাকাত পরিশোধ করা বাকি আছে.
আমার কাছে বেবসার একটি আইডিয়া আছে , সেটা যদি আমি আমার চাকরির পাশাপাশি করি আর সেটা যদি সফল হয় তাহলে ১ /১.৫ বছরের মধ্যে অনেক টাকা আসতে পারে , যা দিয়ে ঋণের টাকা , পূর্বের যাকাতের টাকা ও সুদের টাকাও হইতো কিছুটা পরিশোধ করতে পারবো ।
আর যদি আমি এই টাকা দিয়ে ঋণ দিয়ে দেই তাহলে পূর্বের যাকাতের টাকা ও সুদের টাকা দিয়ে শেষ করতে অনেক বছর সময় লাগতে পারে ।
এখন এই অবস্থায় আমি কি করবো ? ওই টাকা দিয়ে বেবসা করবো নাকি ঋণের টাকা পরিশোধ করে ফেলবো?