প্রাকটিক্যালে প্রানির ছবি আর্ট -
https://ifatwa.info/117297
১.আসসালামু আলাইকুম।আমি একটা বিষয় এ প্রশ্ন করায় এই উত্তর দেয়া হয়েছে।এখানে রেখা কর্তন মানে আমি বুঝতে পারি নি।একটু বুঝিয়ে দিলে মুনাসিব হবে।এটার মানে কি মাথা এবং শরীর আলাদা করে আকা?
২.আমি যদি মাথা বাদ দিয়ে প্রানির ছবি আকি তাহলে কি জায়েজ হবে?
৩.আমাদের কিছু অনুজিবের ছবি আকতে হয় যেগুলো অনুবিক্ষন যন্ত্র ছাড়া দেখা যায়।এই প্রানি গুলোর চোখ মুখ মাথাও আলাদা করা যায় না দেখা যায় অনেক পেচানো থাকে।সেক্ষেত্রে মাথা বা চেহারা আলাদা ভাবে কিভাবে আকব?বা মাথা ছাড়া কিভাবে আকতে পারি?
৪.আমাদের প্রাকটিক্যালে মাথার অংশ গুলো ও যেমন চোখ নাক মুখ এগুলো ও চিহ্নিত করতে হয়।সেক্ষেত্রেও কি মাথা ছাড়া ই আকব?