আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যাকাত একটি ফরজ ইবাদত, এটা আমরা জানি। কিন্তু এর বাইরে, সাধারণ অবস্থায় ইসলামের হেফাজত, প্রচার এবং দাওয়াতের কাজে আর্থিক সহায়তা প্রদান করা কি শরিয়তের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ? বাংলাদেশের একটি জেলার একজন সম্মানিত পীর সাহেব দাবি করেন যে, প্রত্যেক মুসলমানের উপর তাদের সামর্থ্য অনুযায়ী ইসলামের হেফাজত এবং দাওয়াতের কাজে আর্থিকভাবে অংশগ্রহণ করা ফরজ। তিনি এই দাবির প্রমাণস্বরূপ সূরা আল-বাকারা, আয়াত ২৬৭ উপস্থাপন করেন। আমরা সাধারণ মানুষ এই ব্যাখ্যা শুনে কিছুটা দ্বিধায় পড়েছি। তাই জানতে চাই: শরিয়তের মূল উৎস – কুরআন ও সহীহ হাদীস – এর আলোকে কি সত্যিই এই দাবির ভিত্তি আছে? যদি এমন কোনো ফরজ দায়িত্ব থেকে থাকে, তাহলে তা কোন পর্যায়ে বাধ্যতামূলক এবং কার জন্য? সূরা আল-বাকারা, আয়াত ২৬৭ এর ব্যাখ্যা কি এই দাবিকে সমর্থন করে? আশা করি আপনি কুরআন, সহীহ হাদীস ও ফিকহি দৃষ্টিকোণ থেকে একটি স্পষ্ট ব্যাখ্যা প্রদান করবেন।
জাযাকাল্লাহু খাইরান।