প্রশ্ন,https://ifatwa.info/117421/,উস্তাদ জবাব দিয়েছেন আশা করি পুরা প্রশ্নটা পড়েই আমি শুধু আবারো প্রশ্ন করতাছি ছোট করে তা হচ্ছে আমার প্রশ্ন এর কথা গুলা পড়েছেন মনে করি তো আমাকে শুধু এত টুকু বলে দিয়েন যে, মিথ্যা কথা কখনো বলি বা আগে ও বলছি এইটা আমি সত্যি করে ও বলতাছি যে চাকরি তে আগে ও বলছি present এর সময় ও হয়ত বলা হয়েছে মিথ্যা কথা চাকরি তে এবং কাজে যদি কখনো কখনো ফাকিবাজি বা ফাকি দেওয়া হয় এর জন্য তো শুধু গুনাহ হবে কিন্তু বেতন তো সম্পুর্ন টাই জায়েজি থাকবে ⁉️
কেউ তো আর প্রতিদিন মনে হয় না মিথ্যা কথা বা প্রতিদিন কাজ এ ফাকি দিবে প্রতিদিন যদি কাজে ফাকি দেই এইটা তো আমার হিসাব অনুযায়ী অবশ্যই তাকে অফিস এর বস বা মালিক হয়ত বকাজকা বা বেতন কমিয়ে দিবে বা ইত্যাদি যেইকোন action অফিস এর বস নিতে পারবে বা নেই ও এখন আমার যেমন যারা আত্নীয় এর কোম্পানি বা প্রতিষ্ঠান এ চাকরি করে তাদের ক্ষেত্রে মনে হয় না এইগুলার কোন প্রভাব পড়ে বা তেমন প্রভাব মনে হয় না পড়ে চাকরি বা বেতন এ কিন্ত অপর employees এর ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা ও বেশি এইটা তো বুজেনি এবং আপনি তো সহজ ভাবেই জবাব গুলা দিয়েছেন point করে দেন নাই তাই আমি ছোট করে মিথ্যা কথা বলা চাকরি তে আর ফাকিবাজি করা এই বিষয় এ জিজ্ঞাসা করেছি মাফ করবেন তার জন্য।কাজে দেরি করে আসা আগে বাসায় ডুকা ইত্যাদি এইসব তো স্বাভাবিক কিন্তু মিথ্যা কথা বা কাজে ফাকিবাজি করার কারনে তো কোন সমস্যা হবে না শুধু তো গুনাহ হবে আর উস্তাদ আমি যদি কাজে ফাকিবাজি করি মনে করেন প্রতিদিন আমাকে কি এমনে এমনে টাকা বা বেতন দিবে তাইনা কম হোক বেশি হোক অল্প হলে ও অফিসে কাজ করি বা করতাছি ধরেন তাই তো আমার পুরা বেতনি দেই আরো আমার দুলাভাই। আরো শুনেন তা হচ্ছে মনে করেন আমি এই মাস এর বেতন পেয়েছি তো কিছুদিন পরে আমার কিছু টাকা লাগবে তখন আমি যদি আমার দুলাভাই থেকে চেয়ে টাকা নি যে আমার পরের মাসে বেতন কম দিয়েন বা ওই বেতন থেকে এই যে টাকা নিয়েছি এইটা minus করে এর পরে বেতন দিয়েন এমন বা আগামী মাস এর বেতন থেকে এই টাকা কেটে নেই যেইটা আমি নিয়েছি সেইটা ওনি করতে পারবে যেহেতু ওনি বস এবং এমনটা সব কোম্পানিতেই বলতে পারি হয়। আমি এই চাকরি বিষয় নিয়ে আশা করি আর প্রশ্ন করে বিরক্ত করবো না।
জাযাকাল্লাহ খায়ের।