আসসালামু আলাইকুম। আমি আজকে স্বপ্ন দেখেছি কিছু টিচার মিলে তাদেরবেশ কয়েকজন স্টুডেন্টকে কোথায় যেন নিয়ে যাচ্ছে যাওয়ার সময় স্টুডেন্টরা বেশ খুশি ছিল এটার মধ্যে আমিও ছিলাম। কিন্তু সেই জায়গায় যাওয়ার পর দেখলাম খুবই ভয়ংকর একটা জায়গা জায়গাটা এমন ছিল যে, খুবই নিরিবিলি একটা জায়গা এবং ওইখানে দেখলাম মানুষকে মারা হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে এবং প্রত্যেকটা মানুষের নিচে কবরের মতো গর্ত খোঁড়া এবং যে মারা যাচ্ছে সে কবরের মধ্যে চলে যাচ্ছে এই গর্তে। আর দেখলাম মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ছোট ছোট টুকরা করে ফেলে রাখা হয়েছে, তো এইগুলা দেখে স্বপ্নের মধ্যেই বোঝার বাকি ছিল না যে আমাদেরকে এখানে আনা হয়েছে হত্যা করার জন্য। তো আমরা স্টুডেন্টরা যতজন ছিলাম কেউ কারো সাথে ভয়ে কোন প্রকার কোনো কথা বলতে পারছিলাম না। আর তার মধ্যে ওই টিচার রা স্টুডেন্টকে প্রশ্ন করতেছিল নানান ব্যাপারে আর তখন বুঝেছিলাম স্টুডেন্টদের ধরে আনা হয়েছে কারণ টিচারদের কিছু কাজের ব্যাপারের বিরুদ্ধে আমরা ছিলাম, যেটা টিচাররা পছন্দ করেনি। বুঝতে, বাকি ছিল না যে আমাদেরকে মারার জন্য এখানে নিয়ে আসা হয়েছে।তারপর,এই ব্যাপার গুলা আমাদের পরিবারের কেউই জানতো না যে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কেন নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা মনে মনে নিশ্চিত ছিলাম যে আমরা আজকে মারা যাব। আর আমি যেটা করলাম আমার আশেপাশের বান্ধবীদেরকে বললাম যেহেতু আমরা মারা যাব চলো আমরা আল্লাহর কাছে তওবা করে নেই। যে ভাবা সেই কাজ, স্বপ্নের মধ্যেই দেখলাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করলাম আর সাহায্য চাইলাম যে আল্লাহ আমি যেন বেঁচে যায়। আমার কথা অনুযায়ী আমার বান্ধবীরাও তওবা করে নিল। মিরাক্কেল ঘটলো এখানে যে আমার আগে যতগুলো বান্ধবীদেরকে প্রশ্ন করা হচ্ছিল সবাইকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা,কিন্তু যেই আমাকে প্রশ্ন করল প্রশ্নের উত্তরে তারা বুঝতে পারল তারা যাকে ভেবে আমাকে ধরে এনেছে সে আসলে আমি না, তারপর তারা আমাকে ছেড়ে দিল, যেটা ছিল ওই স্বপ্নের মধ্যেই দেখা অবিশ্বাস্যকর একটা ব্যাপার। তারপর দেখলাম আমার পরে যারা ছিল তাদেরকেও ছেড়ে দিল। আমাদের কোন ক্ষতি হলো না। তো এইযে একটা স্বপ্ন প্রথমে ফাঁসিতে ঝুলছে এমন দেখা, তার নিচে গর্তের মতো কবরের মতো খোঁড়া, আবার মানুষের হাত পা কেটে ফেলে রাখা, আল্লাহর কাছে তওবা করা, বিপদ হয়েও হলো না এমনটা দেখা আসলে কি ইঙ্গিত বহন করে?