আসসালামু আলাইকুম, হুজুর। রমাদনের আগে থেকে আমাদের বারান্দায় একটা কবুতর থাকে। কোথাও যায় না সহজে, চুপচাপ থাকে। আশে পাশে কবুতর পোষে এমন কেউ নেই কিংবা কেউ কখনো খোঁজও করিনি। আমাদের বারান্দায় পটি করে। আজ আব্বু সেই কবুতরটা জবাই করেছে। এটা একদম সুস্থ-সবল । এখন কি এটার মাংস খাওয়া আমাদের জন্য হালাল হবে?