আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি অনার্স ২য় বর্ষের স্টুডেন্ট। আমার একটা প্রশ্ন ছিলো। কিছুদিন যাবত আমার বিয়ের জন্য কথাবার্তা চলতেছে। তো পাত্রের এডুকেশনাল দিকটা আমার ভালো লাগে নি। আমি তাও বিষয় টা সেক্রিফাইস করেছি, যে দ্বীন দারিতা ঠিক থাকলে সমস্যা নাই, এটা আমি মেনে নিবো।
এখন সমস্যা হচ্ছে, পাত্রের ইনফরমেশন গুলো এরকম:
1. সপ্তাহে ৫-৭ ওয়াক্ত নামাজ কাযা হয়।
2. কুরআন শরীফ শুদ্ধভাবে পড়তে জানেন, কিন্তু ডেইলি তিলাওয়াত করেন না।
3. মাঝে মাঝে গান শোনেন, মুভিও দেখেন। নাটক ও দেখতেন আগে।
4. সুন্নতি দাড়ি নাই, কেটে ছোট ছোট করে রাখেন।
5. আজকে ছবি পাঠাইছে ছেলের। ছবিতে দেখলাম প্যান্ট পড়ছে টাকনুর নিচে, গোড়ালি ঢেকে একদম।
তো এসব বিষয় অবজার্ব করে আমি কিছু বলি নাই আর। তখন আবার পাত্র বলতেছে, তার কি কি বিষয় চেঞ্জ করা উচিত?
আমি জেনারেল লাইনের স্টুডেন্ট। হিদায়াত পাওয়ার পর থেকে একজন দ্বীনদার মানুষকে লাইফ পার্টনার হিসেবে চাই। কিন্তু এখানে আমি দুনিয়াবী বিষয় সেক্রিফাইস করেছি, দ্বীনদারিতার জন্য। কিন্তু এমন অবস্থায় আমার কি করা উচিত?
এমনিতে ছেলে অমায়িক, দ্বীনের প্রতি সফট কর্নার আছে, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা, কথাবার্তাও নাকি ভালো(ফ্যামিলির সাথে কথা বলেছে) ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ভালো জব করে। এজন্য আমার ফ্যামিলি থেকেও সম্মতি আসতেছে। ছেলে আবার ৫ ওয়াক্ত নামাজী, পর্দা শীল বউ চায়। এবং এটা বলছে যে, পরিপূর্ণ পর্দা করাবে, পড়াশোনাও শেষ করাবে। এজন্য আরো আমার ফ্যামিলি রাজি।
এখন আমি বুঝতে চায়না আমার কি করা উচিত?
দুনিয়াবি এসব জিনিস দিয়ে আমি কি করবো, যদি আমি মেইন জিনিস দ্বীনদারিতা টা না পাই।
আমি খুব টেনশনে আছি, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। একটু বলবেন প্লিজ, এইক্ষেত্রে আমার কি করা উচিত? বিয়েটা কি আগানো উচিত নাকি এখানেই বন্ধ করে দেয়া?
একটু জানাবেন প্লিজ।
শুকরান জাযাকুমুল্লাহু খইর।