আসসালামু আলাইকুম।
১ বছর আগে ভরনপোষণ না দেয়া,পরনারীতে আসক্তি,মারধোরের কারনে আমার স্বামীর থেকে আমি তালাকে তাফবীজ গ্রহন করি।সংসারের ৫ বছরে সে আমার & বাচ্চার কোন খরচ দেয়নি,& বিপদে-আপদে অসুস্থতায় পাশে থাকেনি।কিন্তু হুট করেই সে এখন বাচ্চার ব্যাপারে আগ্রহী,দেখা & যোগাযোগের জন্যে।আমি তাকে আমার মাহরাম(বাবা/ভাইয়ের)সাথে যোগাযোগ করে দেখা/টাকা দেয়া ফিক্সড করতে বলি,কিন্তু সে শুধু আমাকেই অনবরত মেসেজ দেয় & নানাবিধ কথা বলে আমাকে মানসিক চাপে রাখছে!সে বাচ্চাকে(৪বছর) একটা এন্ডয়েড ফোন কিনে দিয়েছে,সেখানে কল দেয় কিন্তু সেই ফোনে বাচ্চা গেম/ভিডিও দেখে প্রায়ই,আমি ভয় করি তাতে বাচ্চার আসক্তি হয়ে যায় কিনা,& কল রিসিভ করে আমাকেই সবসময় দিতে হয় এতে আমার মানসিক শান্তিও নষ্ট হচ্ছে!সে একবার তার ভাইকে সাথে নিয়ে বাচ্চার সাথে দেখা করতে এসে বাজে পরিবেশের তৈরি করে,তার ভাই আমাকে অনেক বাজে কথা বলে মেসেজে!আমি তাকে বারবার বুঝিয়েছি আমার মাহরামের সাথে কথা বলতে কিন্তু সে ডাইরেক্ট আমাকে মেসেজ করে,সে আমাকে পুনরায় বিয়ে(২ তালাক বায়েন) করাসহ(শর্ত থাকে আমার পরিবারের সাথে আমার সম্পর্ক রাখা যাবেনা) নানাধরনের প্রস্তাব দিতে থাকে,মূলত বাচ্চার ব্যাপারে নয় আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপই তার উদ্দেশ্য।কিন্তু তার কোন মেসেজে আমার প্যানিক এটাক হয় & স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে।
আমি কারো উপর জুলুম করতে চাইনা,কিমতু সে যদি মাহরাম ব্যাতিত বাচ্চার ব্যাপারে আমার সাথে যোগাযোগ অব্যহত রাখে সেক্ষেত্রে আমি বাচ্চা না দেখতে দিলে কি গুনাহ হবে?আর বারবার বুঝানোর পরেও যদি আমার মাহরামের সাথে যোগাযোগ না করে বাচ্চার ব্যাপারে তাহলে আমার কি করনীয়?আর আমার বাচ্চার থেকে তার বাবার প্রকৃত কাজ কর্ম কি গোপন করতে হবে,বড় হয়ে বাচ্চা বিচ্ছেদের কারন আস্ক করলে কি সত্য বলা থেকে বিরত থাকতে হবে?যাতে তার বাবার প্রতি কুধারনা /অসম্মান না আসে?