আসসালামু আলাইকুম।
আমার ইরেগুলার পিরিয়ডের সমস্যা আছে। গত ৪মাস ধরে পিরিয়ড অফ ছিলো। কিন্তু ২৪ রমাদানের দিন টিস্যুতে লাল একটু বিন্দুর মতো দাগ দেখতে পাই। সাথে কোনো লালস্রাব ছিলো না। এমনি টিস্যু ইউজ করা ছাড়াও টিস্যুতে এমন লাল/ কালো/নীল দাগ থাকে। জাস্ট একটা বিন্দুর মতো কেবল। কলম দিয়ে একটা বিন্দু দিলে যেমন তেমনি। ব্লিডিং হলেও এমন শুধু একটা বিন্দুর মতো লাগার তো কথা না। আল্লাহু আলাম৷ দাগটা দেখার পর এরপর আর কিছুই দেখিনি। সাদাস্রাবই ছিলো। তাই শুধু একটা দাগই মনে হয়েছে এটা আমার। কারন টিস্যু ইউজ করা ছাড়াও টিস্যুতে এমন অন্য রঙের দাগ দেখা যায় বিন্দু বিন্দু। এই ব্যাপারে আমি তাই কনফিউজড৷
আবার ২৬ রামাদানের রাতে মানে ২৭ রমাদানে স্রাবের সাথে সামান্য পরিমাণ ব্লাড যায়। একবারই যায়। এরপরেও আর কিছুই দেখিনি। পরিষ্কার স্রাব ছিলো। তাই আমি এটাকে পিরিয়ড না ধরেই স্বাভাবিকভাবে নামায রোযা কন্টিনিউ করি এবং আমি নফল ইতিকাফও করি। কারন ৪মাস আগে লাস্ট যখন পিরিয়ড হয় তখন পিরিয়ড হওয়ার বেশ কিছুদিন আগে কেবল একবার সামান্য এমন ব্লাড গিয়েছিলো। আর এমনি সাদাস্রাব ছিলো পরিষ্কার। রোযার মধ্যে যেমন হয়েছে তেমন।
২৭ রমাদানের রাতে মানে ২৮ তারিখে ব্লাড দেখার পর এর ঠিক ১০দিন পর ১১তম দিনে মানে ৮তারিখে স্রাবের সাথে ব্লাড যায়। এবং ৪দিন পর্যন্ত থাকে। থেমে থেমে শুধু ব্লিডিং হয়েছে। আর পরে আবার সাদা স্রাবই যায় এর সাথে কোনো ব্লাড যায়নি। পিরিয়ডের ব্লিডিং বা স্মেলের সাথে মিলে যায় তাই আমি এটাকেই পিরিয়ড ধরি। ৫ম দিন থেকে ব্লিডিং আর না হলে নামাযও আদায় করি কিন্তু আবার ৯ম দিন স্রাবের সাথে হাল্কা ব্লিডিং হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো-
১. আসলে কোনটা পিরিয়ড ধরে নিবো? ১ম বার রোযারটা নাকি রোযার পরে যখন ৪দিনের জন্যে হলো তখনেরটা? ১ম বার রোযারটা আমার কাছে যদিও ইস্তিহাযাই মনে হয়েছে। কারণ প্রথমবার টিস্যু ইউজ করার পর টিস্যুতে সেটা ব্লাড ছিলো নাকি কেবল দাগ ছিলো সেটা নিয়ে আমি শিউর নই।
২. প্রথমবারের ঘটনায় মানে, রোযার মধ্যে যখন ব্লাড দেখেছি সেটাকে যদি পিরিয়ড ধরি তাহলে কি নফল ইতিকাফের কাযা আদায় করতে হবে? করলে কিভাবে করবো? আমি একদিনের জন্যে নফল ইতিকাফরত অবস্থায় ছিলাম।
৩. কোন হিসাব অনুযায়ী নামায পড়বো আমি? এখন যে ৯ম দিন থেকে আবার স্রাবের সাথে ব্লাড যাচ্ছে এরপরে আবার কতদিন পর্যন্ত ব্লাড গেলে নামায অফ রাখতে হবে? এর মাঝে এতদিন যে সুস্থ হয়ে গিয়েছি ভেবে নফল নামায আদায় করেছি তা সব আবার কাযা আদায় করতে হবে?
৪। আমি খুবই কনফিউশনে আছি নামায রোযা নিয়ে। শাওয়ালের রোযা রাখার সময়ও শেষ হয়ে যাচ্ছে। আজ মানে ৯ম দিন রোযা রাখার পর আবার ব্লিডিং দেখতে পেয়েছি। এই রোযার কাযা আমি যদি শাওয়াল মাস শেষ হওয়ার পর আদায় করি তাহলে কি শাওয়ালের ৬ রোযার সাওয়াবটা পাবো? প্লিজ জানাবেন দয়া করে।
জাযাকাল্লাহু খইরন