আমার বান্ধুবীর হয়ে বিষয়টা জানতে চাওয়া।নিচের পুরো পোস্টটি আমি কপি পেস্ট করলাম ওর ইনবক্স থেকে।
আসসালামু আ'লাইকুম আমি বিগত ৪-৫ বছর ধরে একই ব্যাক্তিকে স্বপ্নে দেখে আসছি। ওই ব্যাক্তির সাথে আমার বিয়ের কথা বার্তা হইছিলো ফ্যামিলি গত ভাবেই।
বিয়ের কথাবার্তার টাইমে আমি ইস্তেখারা করি অনেক সুকুন পাই ইস্তেখারাতে কিন্তু আমি এন্সার না বলে দি, না বলার কারণ কিছু পার্সোনাল কারণ।তবে সেটা ওনাকেও জানাইনি ,এর মাঝে আরেকটা ভিন্ন কারণ ছিলো আমাকে জোর করে ননমাহরহম এর সামনে নিয়ে যান ওনার মা। দুই তিনটা কারণ মিলিয়েই না করি। কিন্তু স্বপ্নতে সে পজিটিভ রুপেই আসছে। ওনি দেশে থাকেন না সে ক্ষেত্রে বাস্তবে না দেখেও আমি স্বপ্নে ওনাকে প্রায় দেখতাম।
তবে ওনি যথেষ্ট চাইসে আমাকেই করতে বিয়ে তার ফ্যামিলির সাথেও অনেক ঝামেলা করসে ওনি নিজেও প্রেক্টিস করতেছিলো দ্বীনের।
আমি ইস্তেখারার পর সে সময় থেকে ওনাকে প্রায় স্বপ্ন দেখতাম স্বপ্ন এর মিনিং ঘুরিয়ে পেচিয়ে একটাই যে ওনার সাথে আমার বিয়ে হয়েছে ,বা হচ্ছে। ফ্যামিলি গত ভাবেই বিয়ে হচ্ছে ,আমরা সংসার করছি একই রুমে, একই সাথে, রাস্তায়, ঘরে বাহিরে, এমন স্বপ্ন দেখতাম।
এরপর আমার অন্য জাগায় বিয়ে হয়ে যায় আজ দুই বছর। কিছুটা রাগ জিদ পারিবারিক সামাজিক চাপেই আবেগের সাথে আমি বিয়ে করে নি।
আমার জাওজ(বর) এর ব্যাপারেও আমি ইস্তেখারা করলেও পজিটিভ নেগটিভ বুঝিনি, অস্থিরতা অনুভুব হইসে, বিয়ে হয়ে গেছে।
কিন্তু বিয়ের পরেও আমি আগে যার সাথে বিয়ের কথা বার্তা হইছে ওনাকেই স্বপ্নে দেখি সেইম স্বপ্নই যে ওনার সাথেই আমার বিয়ে হচ্ছে বা হয়ে গেছে। (সেই আগের ব্যক্তি)
যেমন আজকেও দেখলাম আমার বর্তমান সংসার টা নাই ,আমাকে ওনি দেখতে আসছে আমি হা না কিছুই বলিনি শুধু এটাই বুঝাইসি যে আমার মত মেয়ের থেকে ভালো কাউরে ডিজার্ব করে কিন্ত ওনি আমাকেই বিয়ে করে নেয় আমার ফ্যামিলিকে সাথে রেখে । অথচ এমন টা হওয়ার অবকাশও নেই। কিন্তু এই একই স্বপ্ন আমাকে ৪-৫ বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানা থাকলে দিবেন।
বিঃ দ্র: উপরের কাহিনীটা আমার বান্ধুবীর সেটা শুরুতেই বলেছি।সে প্রায় এসব শেয়ার করতো।ঐ ছেলে ওর জন্য পাগল ছিলো এটা সত্যি,সে বিয়েতে না করে দেয় এটাও সত্যি।তবে আমার ধারনা বিয়ের পর ওর হাজব্যান্ডের সাথে মতের মিল না হওয়া, বাকবিতন্ডায় ওর সেই ছেলের কথা বার বার মনে পরে।এরপর সে আবেগেী হয়ে যায় তার জন্য।যেহেতু ছেলেটা ওকে বিয়ে করার জন্য খুব-ই কষ্ট করছে,পরে সে এসব বিষয় ভেবে গিল্টি ফীল করতে থাকে।এবং সে সুখী না বলে আরোও মনে পরে তার কথা।এখন আপনি স্বপ্নর ব্যাখাটা দেন