মধ্যবয়স্ক একজন মহিলা রোগীর ইউরিন এর সমস্যা। ডাক্তার উনাকে সার্জারি করার সাজেশন দিয়েছেন, করা হয়নি। উনি এই বার হজ্জ্ব এ যাবেন ইনশাআল্লাহ। ঘন্টায় প্রায় ৩/৪ বার টয়লেট যেতে হয় উনাকে, নাহলে কাপড় নষ্টের আশংকা থাকে। হজ্জ্ব সফরে উনার জন্য পবিত্রতা+অজুও তায়াম্মুম এর বিধান কেমন হবে? তাওয়াফ ও হজ্জ্ব এর ৫ দিন কিভাবে মেনেজ করলে উনার জন্য ইজি হবে?