ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/22995/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
সর্বনিম্ন মহর ১০ দিরহাম হতে হবে।
হাদীস শরীফে এসেছে- আলী (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেছেন,
«لَا
يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ».
মোহর দশ দিরহামের কমে হবে না। (বুলুগুল মারাম, ১০৩৪)
,
বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।
০১ দিরহাম =৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা। অর্থাৎ
দুই তোলা সাড়ে সাত মাশা। যা বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১৭০০/- টাকা হলে ১০ দিরহাম
রূপার মূল্য হবে প্রায় ৫ হাজার টাকার একটু বেশী হয়।
আরো বিস্তারিত জানতে https://ifatwa.info/9646/
,
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ উভয় পক্ষ
মিলে সমঝোতার ভিত্তিতে মহর নির্ধারণ করবে।
মহর দাতা মূলত পাত্র এবং গ্রহিতা
মূলত পাত্রী। এই দুজনের অনুমতিক্রমে উভয়ের পরিবারের লোকজন মহর নির্ধারণ করবে। মহর যতটুকু
পরিশোধ করা যায়, ততটুকু হওয়াই কাম্য ও উচিৎ। তবে যেন ১০ দিরহাম রূপার মূল্য থেকে
কম না হয়ে যায়।
উল্লেখ্য যে, স্ত্রী যদি বিয়ের
পর মন থেকে মহরের টাকা কিছু কম করে দেয় তাহলে তাও দিতে পারেন। এটা তার একান্ত
ব্যক্তিগত বিষয়।