আসসালামু আলাইকুম
আমি অনার্স প্রথম বর্ষে তো আমাদের পরীক্ষাটা হইতেছে ১২:৩০ থেকে তো বাসায় আসতে আসতে যোহরের নামাজের ওয়াক্ত আর থাকে না প্রায় সাড়ে তিনটার মত বেজে যায় সেক্ষেত্রে আমি অজু করেই যাই কিন্তু কলেজে নামাজ পড়া ওরকম পরিবেশ নেই সিএনজিতেই নামাজটা আদায় করি শুধু ফরজটা। কিন্তু আমার ফোনে এমবি না থাকায় আর রাস্তাটা যেহেতু একদমই সোজা না একটু তো এদিক সেদিক হয়ই সে ক্ষেত্রে পশ্চিম কোন দিকে বুঝতে না পারায় আমি সামনের দিকে মুখ করে নামাজটা পড়ে নেই। আমার নামাজ পড়াটা আসলে ঠিক হচ্ছে কিনা আর যদি পশ্চিম কোন দিকে সেটা আমি না বুঝতে পেরেও যদি নামাজটা আমি আদায় করি পিছনের দিকে থাকে তাহলে তো আর পিছনে দিকে তাকিয়ে নামাজ পড়ার সম্ভব না সে ক্ষেত্রে আমি সামনের দিকেই বসে নামাজটা আদায় করে নেই যদি সুযোগ হয় তাহলে হাত ও মুখ নাড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করি আর সেটা যদি সুযোগ না হয়ে থাকে তাহলে আমি ইশারাঙ্গিদের মাধ্যমে নামাজটা আদায় করি ,,,, যেহেতু আমার নামাজের ওয়াক্ত থাকে না বাসায় আসলে তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করি,,, তাহলে কি আমার নামাজটা কবুল হবে নাকি পরবর্তীতে করে দিতে হবে এটা কি আসলে উচিত হচ্ছে সে ক্ষেত্রে আমার কি করনীয়।