আসসালামু আলাইকুম।
মেয়েদের হাতে এবং পায়ে ছেলেদের মতো অতিরিক্ত ঘন ও বড় বড় পশম থাকলে তা কি উপড়ে ফেলা যাবে? সৌন্দর্য বর্ধনের জন্য? বর্তমানে বিভিন্ন কৃত্রিম মেডিসিন বা স্ট্রিপ ইউজ করে তুলে ফেলা যায়।
অতিরিক্ত বড় পশমের জন্য মেহেদী দেওয়া যায় না,কালো দেখায়, অস্বস্তি হয়। পশম উপরে ফেললে কি গুনাহ হবে, হযরত?