আস্সালামু আলাইকুম। আমি এই ২৮ রোজায় একটি স্বপ্ন দেখি, স্বপ্নটি এরকম —
আমি স্বপ্নে একটি বিদ্ধস্ত জায়গার সামনে দাঁড়িয়ে আছি দেখতেছি আশেপাশে তেমন মানুষ নেই জন্মানব শূন্য এলাকা,ভাঙা চুরা বাড়িঘর , আকাশে কালো ধোয়া উড়তেছে প্রচুর বোম্মবিং হলে যেমন অবস্থা হয় সেরকম, জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে তখন আমার পাশ কেউ একজন বললো এটা হলো বর্তমানের ফালাসতিনের অবস্থা, তবে খুব শীঘ্রই ভালো অবস্থা হবে। (কে পাশে ছিল তার অবয়ব অস্পষ্ট ছিল) এরপর আমরা আরেকটু হেটে সামনে গেলে দেখি একটা পাহাড়ি এলাকা আর রাস্তা দিয়ে বড় বড় ট্যাঙ্ক ঢুকতেছে যার রং অফ - হোওয়াইট / সাদা কালার, পাশের জন বলতেছে এটা পাকিস্তান এরপর আরেকটু সামনে গেলে দেখি একটা এলাকা যেখানে বাড়ি ঘর, মসজিদ, ভাঙা পাশে বড় বড় বুলডোজার রাখা।জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে, রাস্তার এক পাশ প্রচুর রক্তে ভেসে গেছে পুরো নালার মতো এই জায়গা দেখিয়ে বললো এটা ভারত, এখান থেকে মুসলমানরা বিতাড়িত হইছে হিন্দুরা সব কিছু দখল করে নিয়েছে। এরপর একটু হেটে সামনে গেলে দেখি একটা ঝোপ ঝাড়ের আড়ালে কিছু ছেলে ইন্ডি য়ান আর্মির সাথে ফাইট করতেছে। তবে ছেলে গুলো সংখ্যায় অল্প, আর্মিরা অনেক বেশি আর ছেলেদের গায়ে বাংলাদেশের জার্সি, আর্মিরা হালকা গেরুয়া, সাদা রঙের পোশাক পড়া। ছেলে গুলো থেকে একটা ছেলে একটু সামনে এসে আক্রমণ করতে নিলে সেই ছেলের হাত থেকে একজন আর্মি এসে বন্দু ক ছিনিয়ে নেয়। এই সময় আমার পাশের জন বলতেছে এটা বাংলাদেশের অবস্থা তবে দুঃখ জনক হলো এরা খুব দুর্বল। এমন সময় আমার আম্মু আমাকে সেহরি খেতে ডাক দিলে আমার ঘুম ভেঙে যায়।
হুজুর এর আগেও আমি যু দ্ধ নিয়ে অনেক স্বপ্ন দেখেছি এবং সত্য স্বপ ও দেখেছি। আমি নিজেই খুব আশ্চর্য হয়ে গিয়েছি যে, এই স্বপ্ন দেখার ঠিক কয়েকদিন পর ভারতের ওয়াকফ বিল পাশ হতে দেখে, এমন কি বর্তমানে ফিলিস্তিন এর যেই অবস্থা আমরা ভিডিও দেখতে পাই সেরকম অনেকটাই স্বপ্নে দেখছি, তবে স্বপ্নে আরো ভয়ঙ্কর লাগছিলো। হুজুর এটা কি সত্য স্বপ্ন? কোনো আগাম বার্তা? আর এখন আমার করণীয় কি ভবিষ্যত এর জন্য এ বিষয়ে?